শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফলাফল যাই হোক, জনগণের মেয়র আমি হয়ে গেছি : ইশরাক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘ফলাফল যাই ঘোষণা করা হোক, জনগণের মনে আমি জায়গা করে নিয়েছি। আমি বিশ্বাস করি, জনগণের মেয়র আমি হয়ে গেছি।’ আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামপুরের শেখ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির এই মেয়রপ্রার্থী অভিযোগ করেন, ‘এখানে প্রবেশ করার পর দেখতে পাই জনমানবশূন্য, কাকপক্ষীও নেই। একজন ভোটার তো দূরের কথা, কেউ ছিল না। মেইন গেটে আর ভেতরে আমি দেখেছি তালা মারা। আমরা যখনই প্রবেশ করেছি, তখন তড়িঘড়ি করে তাঁরা তালা খুলে দিলেন।’

ইশরাক হোসেন অভিযোগ করেন, ‘এখানে আমরা আরো একটি অভিযোগ পেয়েছি যে মেশিনে ধানের শীষের মার্কা দেখাচ্ছে না। আমি প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, উনি সম্পূর্ণ অস্বীকার করার চেষ্টা করলেন। তাঁর ওখানেও জনমানবশূন্য, কেউ নেই। এই ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। কিন্তু উনারা বলছেন, এখানে ভোট হচ্ছে। আমার আর কিছু বলার নেই। যতগুলোতে (ভোটকেন্দ্র) গিয়েছি, সব কেন্দ্রেই একই অবস্থা দেখেছি। পোলিং এজেন্টকে বের করে দিয়ে তাঁরা নিজেরা নিজেরা ভোট সম্পন্ন করছেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসির এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী ভোটারদের অনেক ভয় পান। তাদের সিনিয়র নেতা আবদুর রহমান ভোটের তিন দিন আগে ভোট কেন্দ্র দখল করার কথা বলেন। সেটির চিত্র আমরা দেখতে পাচ্ছি।’

ইশরাক আরো বলেন, ‘আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। এজন্য আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি এবং আমাদের কর্মীদেরও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেইনি। আমরা চেয়েছিলাম, নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সেটি হয়নি। ভোট গণনার পর দলীয়ভাবে সিদ্ধান্ত আসবে, পরবর্তী করণীয় কী?’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি