শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বেশিরভাগ বুথেই বিএনপির এজেন্ট নেই, ‘এজেন্টকে এক ঘণ্টার আলটিমেটাম’


বেশিরভাগ বুথেই বিএনপির এজেন্ট নেই, ‘এজেন্টকে এক ঘণ্টার আলটিমেটাম’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সংঘাতের খবর পাওয়া যাচ্ছিল রাত থেকেই। থমথমে পরিস্থিতিতে ভোট শুরু হয় সকাল ৮টায়। ভোটার উপস্থিতি যথারীতি কম। কোথাও কোথাও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। কোথাও আক্রান্ত বিরোধী কাউন্সিলর প্রার্থী। বেশিরভাগ বুথেই বিএনপির এজেন্ট নেই। কোথাও হুমকির শিকার এজেন্ট। ইভিএমে ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা থেকে আমাদের ২৭ জন সংবাদ কর্মীর দেয়া খবরে প্রথম দুই ঘণ্টায় মোটাদাগে এই হলো ভোটের চিত্র।

জানা গেছে, রামপুরার খালেদ হায়দার মেমোরিয়াল স্কুল কেন্দ্রে তিনটি বুথের মধ্যে দুটিতে বিএনপি’র কোন এজেন্ট নেই। একটি বিএনপির মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর এজেন্ট রয়েছেন। তাদের দাবি, এক ঘণ্টার মধ্যে তাদের কেন্দ্র ছেড়ে যেতে বলা হয়েছে। হুমকি দিয়েছেন সরকারি দলের লোকজন। ঢাকা উত্তরের ব্রাইট স্টার গ্রামার হাইস্কুল কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট নেই। সেখানে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, তাদের ভোট দেয়া হচ্ছে না। আরও জানা গেছে, তেঁজাগাও মডেল হাইস্কুল কেন্দ্রে ভোটার সংখ্যা একেবারেই কম। এখানেও কোনো বুথেই ধানের শীষের এজেন্ট নেই। আরও জানা গেছে, উত্তরের মিরপুর এলাকার ৫টি কেন্দ্র ঘুরে জিনিয়াস কেজি স্কুলে  বিএনপির এজেন্ট খুঁজে পাওয়া গেছে। বিএনপির প্রার্থীরা অভিযোগ করেছেন, তাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। আমাজানা গেছে দক্ষিণের হাসান আলী সরকার প্রাথমিক বিদ্যালয়, ওয়াই ডব্লিউ সি স্কুল এবং হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে খুব অল্প সংখ্যক ভোটারের দেখা পান। এসব কেন্দ্রে বিএনপির এজেন্ট পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটির তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের কৃত্রিম লাইন দেখা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি