শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অভিনয়শিল্পীরা ভোট দিয়ে কেউ শুটিংয়ে, কেউ স্টেজ শোতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০২০

বিনোদন রিপোর্টঃ

ভোটের দিনে কেউ গেছেন শুটিংয়ে। কেউবা স্টেজ শোতে। কেউ ভোটকেন্দ্রে ছুটেছেন। কেউবা পূর্বনির্ধারিত শিডিউলের কারণে ভোট দিয়েই ছুটে গেছেন। আবার কেউ আউটডোর শুটিং শেষে সারা রাত ট্রেনে চেপে ঢাকায় এসে ভোট দিয়েছেন।

নোয়াখালীতে শুটিং থাকার কারণে একেবারে সকাল সকাল ভোট দিয়ে ঢাকা ছেড়েছেন ফেরদৌস। কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নে ‘গাঙচিল’ সিনেমার শুটিং করতে যান। একই দিনে সেখানে শুটিং করতে গেছেন পূর্ণিমা ও আনিসুর রহমান মিলন। কোম্পানীগঞ্জ থেকে ফেরদৌস বলেন, ‘ঢাকা সেনানিবাস এলাকায় আমি থাকি। শুটিংয়ে ঢাকার বাইরে আসব বলে সকালেই ভোট দিয়েছি। মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছি। সুন্দরভাবে ভোট দিতে পেরে মা খুব খুশি হয়েছেন।’

চিত্রনায়ক ফেরদৌসকে আওয়ামী লীগ–সমর্থিত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের প্রচারণায় দেখা গেছে। ভোটের দিন সকালে ভোলার চরফ্যাশনে ছুটে যান চলচ্চিত্রের ছয় তারকা। মৌসুমী, রিয়াজ, পপি, শাকিব খান, তমা মির্জা ও সাইমন সাদিক স্টেজ শোতে অংশ নিতে যান। পপি বলেন, ‘ভোট দিয়েই আমরা ঢাকা থেকে বের হয়েছি।’ বিকেল সাড়ে চারটার সময় পপির সঙ্গে কথা হচ্ছিল, তখন তাঁরা সবাই ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। বললেন, ‘অসাধারণ একটি স্টেজ শো শেষে ঢাকায় ফিরছি। স্টেজ শোতে আসব বলে খুব সকালে ঘুম থেকে উঠে ভোট দিয়েছি। তারপর সবার সঙ্গে স্টেজ শো করতে এসেছি। বহুদিন পর একটি অসাধারণ স্টেজ শো করলাম।’

এভাবে ভোট দেওয়ার বিষয়টি জানিয়ে বললেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট দিলাম। ছবি: ফেসবুকএভাবে ভোট দেওয়ার বিষয়টি জানিয়ে বললেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট দিলাম। ছবি: ফেসবুক
পাঁচ দিন ধরে নাটকের শুটিংয়ে ঢাকার বাইরে ছিলেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী শবনম ফারিয়া। সৈয়দ শাকিলের ধারাবাহিক নাটক ‌‘ফান ফ্যাক্টরি ট্যুর’-এর শুটিং করতে মৌলভীবাজার ছিলেন তিনি। ঢাকায় ফিরেই মেয়র ও কাউন্সিলর নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্রে ছুটে যান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী হারুন-উর রশীদ অপু। ভোট প্রদান শেষে রিকশায় করে বাসায় ফেরার ছবি তুলে পোস্ট করেন তিনি।

ভোট প্রদান শেষে তারিন বলেন, ‘ইভিএমে ভোট দিতে সময় লেগেছে মাত্র ১ মিনিট ৩০ সেকেন্ড। অথচ ইভিএম নিয়ে কত সন্দেহ, অপপ্রচার! ভোটকেন্দ্রে ভোটারদের ভিড়ে, উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে এলাম। না কোনো গন্ডগোল, না কোনো ভোটারকে কেউ বাধা দিয়েছে, না কোনো এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে—সুন্দর পরিবেশ।’

অভিনয়শিল্পী দম্পতি নাঈম ও নাদিয়া ভোট দিয়েছেন ধানমন্ডি ও উত্তরায়। কারণ, দুজন দুই এলাকায় ভোটার। স্বামী রিপনকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী তানভীন সুইটি। ভোট প্রদান শেষে বললেন, ‘সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট দিলাম।’ ফেসবুকে ছবিও পোস্ট করেছেন। ভোলার চরফ্যাশনে আগে থেকে স্টেজ শোর দিনক্ষণ ঠিক ছিল। তাই সকাল সকাল ভোট প্রদান শেষে ছোটেন তাঁরা। মডেল ও চিত্রনায়িকা আইরিন ভোট দিয়েছেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে। সকাল সকাল ভোটকেন্দ্রে যান তিনি। জানালেন, ‘নিরিবিলি পরিবেশে ভোট দিলাম। একেবারে ফাঁকা ঢাকায় রিকশায় ঘুরে ভালো লাগল।’ জানিয়ে রাখলেন, সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মহড়া আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি