শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাত্র ৩০ ঘণ্টার নবজাতক করোনাভাইরাসে আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

জন্মের মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই চীনের এক নবজাতকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে শিশুটির জন্ম হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সবচেয়ে কম বয়সী রোগী এই শিশু। শিশুটির মায়ের শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। চিকিৎসকেরা বলছেন, গর্ভাবস্থায়, জন্মের সময় কিংবা জন্মের ঠিক পরপরই শিশুটি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

চীনে সবচেয়ে বেশি বয়সে যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁর বয়স ৯০ বছর। যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ৮০ শতাংশের বয়সই ৬০ বছর বা তার ওপরে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসাব অনুযায়ী, করোনাভাইরাসের কারণে চীনে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০০-তে গিয়ে ঠেকেছে। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ২৪ হাজার মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। তাঁদের মধ্যে একজন ফিলিপাইনে এবং অন্যজন মারা গেছেন হংকংয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি