শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


২৩জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে ট্রলারডুবি, আহত ৪জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুরে নাজিরপুর উপজেলায় ২৩ এসএসসি পরীক্ষার্থী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় চার ছাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলবাড়ি খালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ছাত্রীদের নাম জানা যায়নি।

আহতরা হলো- একই এলাকার সম্পা মালাকার, সুমা বেপারী, তমা রায়, মিতা নাগ। তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেয়া মালিখালী ইউনিয়নের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ কান্তি বিশ্বাস জানান, ওই দিন বিদ্যালয়ের ২৩ পরীক্ষার্থী পরীক্ষা দিতে রিজার্ভ করা একটি ট্রলারে করে তারা গাওখালী কেন্দ্রে যাচ্ছিল। এ সময় গাওখালী বাজারসংলগ্ন কারিকর বাড়ির কাছে ট্রলারটি উপুড় হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পরীক্ষার্থীরা সাঁতরে উঠলেও চার ছাত্রী আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সাতজনের একটি চিকিৎসকের দল পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয়েছে।

এ ব্যাপারে গাওখালী পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীব ও গাওখালী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাফর বাহাদুর জানান, ওই ট্রলারের সব পরীক্ষার্থীই ভিজে এবং কমবেশি পানি খেয়ে আহত হয়েছে।

তবে গুরুতর আহত চার ছাত্রীকে চিকিৎসা দেয়া হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের সাড়ে ১১টার দিকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।

মানবিক বিষয় বিবেচনা করে শিক্ষা বোর্ডের নির্দেশে তাদের নষ্ট হওয়া দেড় ঘণ্টা সময় দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি