শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার আরব আমিরাতে করোনায় আক্রান্ত বাংলাদেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সিঙ্গাপুরের পর এবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৯ বছর বয়সী এই বাংলাদেশি সম্প্রতি চীনা করোনারোগীর সরাসরি সংস্পর্শে ছিলেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ ও আল-আরাবিয়াহ এ তথ্য জানায়।

সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ দুজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যজন ৩৪ বছর বয়সী একজন ফিলিপিনো। তার বয়স ৩৪। দুজনের অবস্থাই বর্তমানে ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন আমিরাতের চিকিৎসকরা। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। তাদের ৩ জন গত সপ্তাহে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল স্বাস্থ্য রেগুলেশনস বিভাগের প্রধান ডা. ফাতিমা আল-আত্তার জানান, নতুন করোনাভাইরাসে আক্রান্ত সবাইকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মাফিক চিকিৎসা দেয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত তাদের সবাইকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

আমিরাত জানায়, করোনাভাইরাস রোগীর সরাসরি সংস্পর্শে আসা প্রত্যেককেই পরীক্ষা করে দেখা হবে। এখানে করোনাভাইরাস মহামারী আকারে আসবে না।

সংযুক্ত আরব আমিরাত ছাড়াও সিঙ্গাপুরে ৫ প্রবাসী বাংলাদেশি নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে চীনে থাকা বাংলাদেশি বা বাংলাদেশে কারও মধ্যে এ পর্যন্ত নতুন করোনাভাইরাসের সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।

গত বছরের শেষ দিন চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন এই করোনাভাইরাসের সংক্রমণের প্রথম খবর আসে। এরপর গত দেড় মাসে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ৩০টির বেশি দেশে। সার্স ও মার্স পরিবারের সদস্য নতুন এ করোনাভাইরাসের নাম দেয়া হয়েছে নভেল করোনাভাইরাস। আর এর সংক্রমণে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, তাকে বলা হচ্ছে কভিড-১৯।

শুক্রবার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছে ৭৭ হাজারের বেশি মানুষ, মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩৬০ জনে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি