শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা সেনানিবাসে জাতির জনকের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০২০

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সেনানিবাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ময়নামতি সেনানিবাসে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর,কুমিল্লার তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

সকালে সেনানিবাসের সকল ইউনিট/প্রতিষ্ঠান/সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর ময়নামতি সেনানিবাসে বর্ণাঢ্য র‌্যালি ও রোড মার্চের আয়োজন করা হয়। উক্ত র‌্যালি ও রোড মার্চে বঙ্গবন্ধুর জীবনাদর্শ/মূল্যবান উক্তি ও কর্মময় জীবনের চিত্র তুলে ধরে বিভিন্ন বর্ণিল প্ল্যাকার্ড/ফেস্টুন বহন করা হয়।

এ র‌্যালিতে অংশগ্রহণ করেন ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লার জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী,এসবিপি,এনডিসি, পিএসসি। এ সময় কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ইউনিট সমূহের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবির সৈনিক ও অসামরিক ব্যক্তিবর্গ।

এই গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে ময়নামতি সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সুসজ্জিত ও আলোকসজ্জ্বার ব্যবস্থা করা হয়। এছাড়া সেনানিবাসের বিভিন্ন ইউনিট , প্রতিষ্ঠান ও সদর দপ্তরে জাতির পিতার জীবনীর উপর আলোচনা অনুষ্ঠান, ভিডিও ও স্থিরচিত্র প্রর্দশন করা হয়। ময়নামতি সেনানিবাসের সকল ইউনিট, প্রতিষ্ঠান, সদর দপ্তরে সকল সেনা সদস্য ও অসামরিক ব্যক্তিবর্গের জন্য উন্নতমানের খাবার পরিবেশ করা হয়। এ দিবস উপলক্ষে যোহর নামাজের পর কুমিল্লার এরিয়ার সকল কেন্দ্রিয় এবং ইউনিট মসজিদসমূহে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি