শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ‘করোনা’ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২০

প্রেস বিজ্ঞপ্তিঃ

বর্তমানে বৈশ্বিক আলোচিত বিষয় “করোনা ভাইরাস” সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর কারণে কুমিল্লার বাটপাড়া এলাকা
থেকে বুলবুল আহমেদ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত বুলবুলের কাছ থেকে ১টি SAMSUNG Galaxy J2 Prime মুঠোফোন উদ্ধার করা হয়।উক্ত মুঠোফোনে “Nazmul Khan” নামক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া যায়।

বুলবুল আহমেদ নগরীর উত্তর কালিয়াজুরির ভাটপাড়া এলাকার মোঃ মাহমুদুল হাসান খানের ছেলে।

জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত বুলবুল কুমিল্লার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়াও বর্তমান বৈশ্বিক আলোচিত বিষয় করোনা ভাইরাসের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ দেশের চলমান আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল।

উল্লেখ্য, সে ২০১৮ সালে একই ধরনের অপরাধ করায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার হয় এবং পরবর্তীতে সে সম্প্রতি জামিনে এসে একই ধরনের অপরাধ কর্মকান্ড সংঘটন করে।

এধরনের অপরাধের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি