শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » একদিনে সর্বোচ্চ ৯ করোনা রোগী শনাক্ত বাংলাদেশে, মৃত্যু ২ জনের


একদিনে সর্বোচ্চ ৯ করোনা রোগী শনাক্ত বাংলাদেশে, মৃত্যু ২ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০২০

ডেস্ক রিপোর্টঃ

একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। গত ২৪ ঘন্টার পরীক্ষায় বাংলাদেশে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২ জন শিশু। তাদের বয়স ১০ বছরের নীচে। অন্য একজনের বয়স ৯০ বছরের বেশি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৭০ জনের মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গতকাল থেকে বাংলাদেশে করোনার পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। গতকাল ৫১৩ জনের রক্ত পরীক্ষা করা হয়েছিল। আজ পরীক্ষা করা হলো ৫৫৩ জনের। পর্যায়ক্রমে সারাদেশে এ পরীক্ষার ব্যপ্তী বাড়ানো হচ্ছে। করোনা পরীক্ষা বাড়ানোর সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি