শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনায় একদিনে মৃত্যু ১৪ জনের, আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ৮৮৭


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনা দেশে গত ২৪ ঘন্টায় প্রাণ কেড়ে নিয়েছে আরও ১৪ জনের। এ নিয়ে করোনায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৮ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৮৭ জন। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৫৭ জনে।

রবিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৮টি নমুনা। সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি