শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনার তান্ডবে কুমিল্লায় প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৯


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫৭ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ জনে।

এছাড়াও আজ করোনা ভাইরাসে প্রাণ গেল আরও ৩ জনের। এ নিয়ে জেলায় সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

আজ বৃহস্পতিবার (২১ মে) করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৪ জন, আদর্শ সদরে ১০ জন, লাকসামে ২ জন, চান্দিনায় ৯ জন, মুরাদনগরে ৯ জন, নাঙ্গলকোটে ৮ জন, লালমাইয়ে ১ জন, তিতাসে ১ জন, বরুড়া ১ জন ও দেবিদ্বারে ১২ জন।

এছাড়াও জেলাজুড়ে আজ নতুন করে সুস্থ হয়েছেন ২১ জন। এ পর্যন্ত কুমিল্লায় করোনা রোগী সুস্থ্য হয়েছেন মোট ৮৩ জন।

আজ বিকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৩৬ জন, সদরে ১৯ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৬ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১১ জন, সদর দক্ষিণে ৬ জন, চৌদ্দগ্রামে ৩ জন ,মনোহরগঞ্জে ৭ জন, মুরাদনগরে ৮০ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ২১ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ২৬ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৪২৯ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি