শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:
করোনা উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিন কুমিল্লায় মানুষ মারা যাচ্ছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৬ জন। হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৫ জন এবং অপর একজন মারা যায় আইসোলেশনে।

সোমবার (২২ জুন ) এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রাণী।

মৃত ব্যক্তিরা হলেন , কুমিল্লা সদর উপজেলার পারভীন আক্তার, সদর দক্ষিন উপজেলার মোস্তাক আহমেদ, হাজী মোঃ আবুল হোসাইন, মোসলেম। এছাড়া চাঁদপুর জেলার সদর উপজেলার আলমগীর হোসেন ও হাজীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ১১৫ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ ৩৭ জন এবং লক্ষন-উপসর্গসহ ৭৮ জন। আইসিইউতে ভর্তি আছে ৯ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি