শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নেপাল সরকার নিজেদের ভূমি চীনকে উপহার হিসেবে দিচ্ছে কিনা তদন্ত করছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৬.২০২০

ডেস্ক রিপোর্ট:

কয়েকদিন আগে জানা গেছে নেপালের দখলে থাকা বিতর্কিত ভূমি দখলে নিয়েছে চীন। ঠিক কোন অংশগুলোতে এই ঘটনা ঘটেছে জানতে তদন্ত শুরু করেছে ভারত। ইকোনমিক টাইমস

ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের ধারণা কে পি শর্মা ওলির সরকার এই ভূমি আসলে চীনকে উপহার হিসেবে দিয়েছে। আর ভারতের অভ্যন্তরে থাকা জমি নিজেদের দাবি করা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।

নেপালের উপর নজরদারীর জন্য নিযুক্ত কূটনীতিকরা বলছেন, দেশটির শীর্ষ নেতৃত্বের উপর নজরদারী করা এখন অত্যন্ত জরুরী। তাদের ধারণা প্রতিবেশীদের সঙ্গে ভারতীয়দের সম্পর্ক শীতল করতে এক গভীর নীলনকশা হাতে নিয়েছে বেইজিং।

১৯৫৪ সাল থেকে একটি সীমান্ত জংশন রয়েছে ভারত, নেপাল ও চীনের। তখন থেকেই ৩ দেশ মিলে সিদ্ধান্ত নিয়েছিলো কৈলাশগামী তীর্থযাত্রীরা লিপুলেখ পাস ব্যবহার করতে পারবে। উত্তর সীমান্তে ভারতকে ১৭টি মিলিটারি চেকপোস্ট গড়ার অনুমতি দিয়ে রেখেছে নেপাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি