শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫০ জন, সর্বোচ্চ শহরে আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০২০

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় মঙ্গলবার নতুন করে আরো ৫০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছে।

আজকের রিপোর্টে কুমিল্লায় একজনকে মৃত দেখানো হয়েছে। তিনি কুমিল্লা সদরের বাসিন্দা। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৩ জনে। আজকের ৫১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সিটি কর্পোরেশনে ২১ জন, সদর দক্ষিণে ১৩ জন, দেবিদ্বারে ১৭ জন ও বুড়িচংয়ে ৩ জন।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার মনোহরগঞ্জ উপজেলার ২ জন, মুরাদনগর উপজেলার ৩ জন, চান্দিনা উপজেলার ৪ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৫ জন, বুড়িচং উপজেলার ৫ জন, আদর্শ সদর উপজেলার ১ জন,বরুড়া উপজেলার ৫ জন, লালমাই উপজেলার ১ জন,দেবিদ্বার উপজেলার ৯ জন, লাকসাম উপজেলার ৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১১ জন।

বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২২ হাজার ৩২৪ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৩০ জনের। এর মধ্যে ৪৬১৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১২৩ জন এবং সুস্থ হয়েছে ২৫৯০ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৭৪ জন, মুরাদনগর ২৭২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২০৯ জন, লাকসামে ৩১১ জন, চান্দিনায় ২২৫ জন, তিতাসে ১২২ জন, দাউদকান্দিতে ১৫৯ জন, বরুড়ায় ১৭৯ জন, বুড়িচংয়ে ২১০ জন, মনোহরগঞ্জে ১৩৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৮ জন, নাঙ্গলকোটে ২৭৭ জন, হোমনায় ৮০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৫২ জন, লালমাইয়ে ৮৫ জন, চৌদ্দগ্রামে ৪২৮ জন, আদর্শ সদরে ১৬৮ জন, মেঘনায় ৪৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি