শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শতাধিক ভিক্ষুক, প্রতিবন্ধি ও পঙ্গু মানুষ পেল সেনাবাহিনীর খাদ্য সহায়তা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীজুড়ে শতাধিক ভিক্ষুক, প্রতিবন্ধি ও পঙ্গু অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী , কুমিল্লা এরিয়া।

করোনা মহামারিতে জেলাজুড়ে টহল অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী,কুমিল্লা এরিয়া । পাশাপাশি অসহায়-কর্মহীন মানুষদের নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

রবিবার (১৯ জুলাই) কুমিল্লা শহরের চকবাজার, তেলিকোনা, নুরপুর, কান্দিরপাড় টাউনহল, কাশারীপট্টি, টমছমব্রিজ, ইপিজেডরোড, রেলস্টেশন, শাসনগাছা, বাদুরতলা এলাকার শতাধিক ভিক্ষুক, পঙ্গু, প্রতিবন্ধি অসহায় মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী।

এ সময় কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের ক্যাপ্টেন রিজওয়ান উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি