শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরবাকর টাইগার ক্লাব চ্যাম্পিয়ন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০২০


মো. জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন চরবাকর পূর্বপাড়া গোমতী নদীর তীরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন ও গ্রাম ভিত্তিক ১২টি দল অংশ গ্রহণ করে। এতে ফতোহাবাদ ইউনিয়নের চানপুর গোমতী একাদশ বনাম জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর টাইগার ক্লাব এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে  গোল না হওয়ায় টাইব্রেকারে ৫-৪ গোলে জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর টাইগার ক্লাব জয়লাভ করে।

জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, বিশেষ অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন কেন্দীয় ছাত্রলীগ সাবেক সদস্য মীর আব্দুল গফুর কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম শাহীন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল , পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন , স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরবাকর হাজী আবুল কাশেম, হাজী আব্দুল করিম, হাজী মোঃ শরিফ মিয়া, হাজি নসু মিয়া, মোহাম্মদ মালেক মিয়া পরিচালনা কমিটি শরিফুল ইসলাম হেলাল উদ্দিন মাসুম বিল্লাহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই প্রজন্মের ছেলেরা যেন মাদকের দিকে না তাকিয়ে খেলাধুলা দিকে মন দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি