শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চাঁদপুর হাজীগঞ্জ থেকে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০২০

ডেস্ক রির্পোটঃ

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-২ এবং র‌্যাব-১১।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ অনলাইন হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই উদ্ধার করা হয়। এছাড়াও হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহকৃত ২ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা উপজেলার কংগাইশ গ্রামের মোঃ জাকির হোসেন বেপারীর ছেলে মোঃ শাহাদাৎ হোসেন @ শিহাব (২৫), মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ মাইনুল ইসলাম (২৫) ও মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মাহবুবুল আলম @ আবির (২৫)।

প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম সমূহ ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পেমেন্ট ডিসকাউন্ট অফার করে প্রতারণা করে আসছিল।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি