শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশে করোনায় প্রাণহানির সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০২০


ডেস্ক রিপোর্টঃ

মহামারী করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি আরও ৩৫ জনের। মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪০ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫২০ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে।

১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৮৮টি। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩২টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ৮০৮টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জনে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি