শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের চিফ অব স্টাফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্ট। তবে মার্ক শর্ট আক্রান্ত হলেও পেন্স তার নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখবেন বলে নিশ্চিত করেছেন তার একজন মুখপাত্র।

মাইক পেন্সের মুখপাত্র ডেভিন ও ম্যালি জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী ক্যারেন পেন্স দুজনেরই করোনাভাইরাস পরীক্ষার ফলাফল শনিবার নেগেটিভ এসেছে এবং তারা উভয়ই এখন সুস্থ রয়েছেন।

তিনি বলেন, ‘হোয়াইট হাউসের মেডিকেল ইউনিটের পরামর্শ অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট পেন্স ও রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নির্দেশাবলী অনুসরণ করে তার কাজের সময়সূচী বজায় রাখবেন।’

এ দিকে মার্ক শর্টের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ায় শনিবার নির্বাচনী প্রচারণার একদিন পর মাইক পেন্স এয়ার ফোর্স টুর মাধ্যমে ওয়াশিংটনে ফিরে আসার সময় তাকে একটি মাস্ক পরে থাকতে দেখা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়াও হোয়াইট হাউসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মচারীর দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

টানা দ্বিতীয় দিনের মতো শনিবার যুক্তরাষ্ট্রে রেকর্ড দৈনিক কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৩০ মিনিট থেকে শনিবার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৮৮ হাজার ৯৭৩ জনের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। যা আগের দিনের একই সময়ে ৭৯ হাজার ৯৬৩ এর চেয়ে বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি