শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে ট্রাম্প ৬০ মিনিটে ১৬টি মিথ্যা তথ্য দিয়েছেন


‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে ট্রাম্প ৬০ মিনিটে ১৬টি মিথ্যা তথ্য দিয়েছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ মিনিটের মধ্যে ১৬টি মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। সিবিএস নিউজের জনপ্রিয় ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। ২৫ অক্টোবর সন্ধ্যার আগে ধারণ করা সাক্ষাৎকারটি প্রচার করা হয়। এ সাক্ষাৎকার বিশ্লেষণ করে সিএনএন বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ৬০ মিনিটের অনুষ্ঠানে ১৬টির বেশি মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন।

সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ও কমলা হ্যারিসের সাক্ষাৎকারও প্রচারিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০ অক্টোবর সাক্ষাৎকারটি ধারণ করার সময় সিবিএস নিউজ ও তাদের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসকে পক্ষপাতদুষ্ট এবং অভদ্র বলে উল্লেখ করেন ট্রাম্প। পরে সাক্ষাৎকার শেষ না করেই তিনি উঠে পড়েন।

সিক্সটি মিনিটস অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক লেসলে স্টাহল প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকারটি নিয়েছিলেন। এ সময় তিনি বারবার ট্রাম্পের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। লেসলে স্টাহল প্রশ্ন করেন এক বিষয়ে, জবাবে ট্রাম্প কথা বলেন অন্য বিষয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে প্রশ্নের বাইরে গিয়ে প্রচার সভার মতো কথা বলতে থাকেন।

সাংবাদিক লেসলে স্টাহল বারবার ট্রাম্পকে তাঁর প্রশ্নে ফিরিয়ে আনার চেষ্টা করলে তর্কটি ভিন্ন পর্যায়ে চলে যায়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎকার শেষ না করেই উঠে পড়েন। ট্রাম্প বারবার অভিযোগ করেন, জো বাইডেনকে কখনই কঠিন প্রশ্ন করা হয় না। সব কঠিন প্রশ্ন তাঁর জন্য। জো বাইডেনকে জিজ্ঞেস করা হয়, কোন আইসক্রিম পছন্দ আপনার?

২২ অক্টোবর বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে থাকা সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ‘সিক্সটি মিনিটস ও সিবিএসের পক্ষ থেকে পক্ষপাত, ঘৃণা এবং অভদ্রতা দেখুন’ শিরোনামে সাক্ষাৎকারটি নিজেই প্রকাশ করেন ট্রাম্প।

সিবিএস নিউজের লেসলে স্টাহল কোভিড-১৯ মোকাবিলা নিয়ে ট্রাম্পকে শুরুতেই প্রশ্ন করেন। মাস্ক পরা, সামাজিক ব্যবধান মেনে না চলা এবং এ নিয়ে দেশের জনগণকে নির্দেশনা না দেওয়ার কথা ওঠে। ট্রাম্পের দাবি করা দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি—এসবের যথার্থতা নিয়েও প্রশ্ন চলে আসে। এসব বাদ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার জো বাইডেনের ছেলের দুর্নীতি নিয়ে সাংবাদিকেরা কেন কথা বলছে না—এ নিয়ে অনুযোগ করতে থাকেন।

সাংবাদিক লেসলে স্টাহল একের পর এক সুনির্দিষ্ট প্রশ্ন করতে থাকলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিরক্ত দেখা যায়। একপর্যায়ে তিনি ‘যথেষ্ট হয়েছে’ বলে সাক্ষাৎকার থেকে উঠে যান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সাক্ষাৎকার নেওয়ার জন্য বেশ জনপ্রিয় সাংবাদিক লেসলে স্টাহল। প্রচারের তারিখের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করে লেসলে যে একজন পক্ষপাতদুষ্ট সাংবাদিক তা দেখাতে চেয়েছেন।

সিবিএস নিউজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকারটি এভাবে প্রকাশ করে হোয়াইট হাউস তাদের প্রতিশ্রুতি এবং দীর্ঘদিনের রীতি ভঙ্গ করেছে। এ কারণে সিক্সটি মিনিটস অনুষ্ঠানে পুরো সাক্ষাৎকার প্রকাশ থেকে বিরত রাখা যাবে না।

সাক্ষাৎকারে করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, টেস্টিং, ভাইরাস উবে যাচ্ছে, অ্যান্থনি ফাউসিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে ট্রাম্পের দেওয়া তথ্য বিভ্রান্তিমূলক এবং অসত্য বলে সিএনএন তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে

২৫ অক্টোবর সাক্ষাৎকারটি যথারীতি প্রচার করে সিএবিএস নিউজ। সাক্ষাৎকারে করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, টেস্টিং, ভাইরাস উবে যাচ্ছে, অ্যান্থনি ফাউসিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে ট্রাম্পের দেওয়া তথ্য বিভ্রান্তিমূলক এবং অসত্য বলে সিএনএন তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে।

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার সম্পর্কে করা উক্তি, ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের ছেলের দুর্নীতির তথ্য, কর্মসংস্থান, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া তথ্য অসত্য বলে জানিয়েছে সিএনএন।

প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, প্রথম দফা নির্বাচনের সময় ওবামা-বাইডেন মিলে তাঁর প্রচার নিয়ে গোয়েন্দা তৎপরতা চালিয়েছিলেন। তাঁর এ দাবিও যথার্থ নয় এবং ভিত্তিহীন বলে বলা হয়েছে।

সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে বর্ণ বিদ্বেষী লোক বলে উল্লেখ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি