বন্যাদুর্গত এলাকার ক্ষুদ্র ঋণ গ্রহকের কাছে দুই মাস কিস্তি আদায় না করতে নির্দেশনা দিয়েছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সোমবার দেশে কার্য্যত সব এনজিও প্রধানকে পাঠানো এক সার্কুলারে বলা হয়েছে, “বন্যার প্রকোপ, ক্ষতির পরিমাণ, গ্রাহকদের আর্থিক অবস্থা এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় ক্ষতিগ্রস্থ গ্রাহকদের কাছ থেকে বন্যাকালীন ও বন্যাপরর্বর্তী ন্যূনতম দুই মাস বিদ্যামান ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে পরামর্শ দেয়া হলো।” অন্তর্বর্তী বা দুর্যোগকালীন সময়ে নতুন ঋণ দেয়ার পাশাপাশি চলমান ঋণ পুনঃতফসিল করার ব্যবস্থা নিতেও পরামর্শ দিয়েছে এমআরএ। এর আগে কেন্দ্রীয় ব্যাংকও বন্যা দুর্গত এলাকায় সহায়তার জন্য ব্যংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি সার্কুলার দিয়েছিল। উজান থেকে নেমে আসা পানিতে গত দুই মাস ধরে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা চলছে। আবহাওয়াবিদরা একে বলছেন মৌসুমী বন্যা।