বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাহায্য চাই না কাজ চাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

২০০৭ সালের ১৫ নভেম্বরের ভয়াবহ সেই রাত। মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে দক্ষিণের উপকূলীয় জনপদে। ২৪০ থেকে ২৫০ কিলোমিটার গতিতে আঘাত হেনে সবকিছু লণ্ডভণ্ড করে দেয় সিডর নামের সেই দানবটি।

sidor-1416055347

সেদিন প্রচন্ড বাতাসের সঙ্গে প্রাণপণ যুদ্ধ করে যারা বেঁচে গিয়েছিলেন, তারা পরদিন সকালে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু দেখেননি। সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাগেরহাটের সাউথখালীতেই প্রাণ হারান সাত শতাধিক মানুষ। তবে বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ছিল আরো অনেক বেশি।

রাইজিংবিডির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল সিডরের সেই ভয়াবহতা নিয়ে একটি সরেজমিন প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন সিডরের সাত বছর পূর্ণ হলেও উপকূলবাসী এখনো পায়নি পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। ক্ষতিগ্রস্তরা পায়নি আর্থ-সামাজিক কর্মসংস্থানের সুযোগ।

 

সুপার সাইক্লোন সিডরের সেই ভয়াল দুঃসহ স্মৃতি আজো তাড়া করে ফেরে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীকে। তারা এখনো দেখতে পাননি টেকসই বেড়িবাঁধ। উপকূলের অনেকেই কর্মসংস্থানের অভাবে ভিটেমাটি ছেড়ে জীবন-জীবিকার তাগিদায় ছুটেছেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে।
তবে সরকারি ও বেসরকারি সাহায্য-সহযোগিতা যে একেবারে পায়নি ওই জনপদের বাসিন্দারা তা নয়। যদিও তা পর্যাপ্ত নয়। এ কারণে বলেশ্বর নদ তীরবর্তী উত্তর সাউথখালী গ্রামের ছত্তার ফকিরের কণ্ঠে ভেসে ওঠে সেই কথারই প্রতিধ্বনি।

 

তার ভাষায়,‘পোলা মাইয়্যাসহ ঘরবাড়ি সব হারিয়ে নিঃস্ব জীবন কাটছে আমার। সরকার ও এনজিও থাইক্যা সহযোগিতা পেলেও বছরের ছয় মাস যায় অর্ধাহারে-অনাহারে। কিন্তু কেউ মোগো কাজের ব্যবস্থা করে দেয় না। মোর ভাইভাগাররা কাজ করতে ঢাকা ও চিটাগাং চইলে গ্যাছে। মোরা যদি অহন নিত্য কাজ পায় তাইলে খেইয়ে পরে জীবন বাঁচাতে পারি।’

 

একই গ্রামের শাহজাহান খান ও রিপন হাওলাদারের দশা একই। সিডরে ছেলেমেয়ে ও ভাই-বোন হরানোর পর নদীভাঙনে ঘরবাড়ি-জায়গা-জমি সব গেছে। এখন ভূমিহীন হয়ে রাস্তার পাশে থাকতে হচ্ছে তাদের। যদি কর্মসংস্থানের সুযোগ পান, তাহলে সামান্য জমি কিনে মাথা গোঁজার ঠাঁই গড়ার স্বপ্ন দেখতে পারেন তারা। রিপনের ভাষায়, ‘মোগো অহন সাহায্য লাগবো না, কাজ করতে চাই। সেই ব্যবস্থা কইরা দিক সরকার।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি