শুক্রবার,৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


‘বিনিয়োগে আকৃষ্ট করতে দুর্নীতি কমাতে হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

অর্থনীতি ডেস্কঃ
বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আকৃষ্ট করতে দুর্নীতি কমাতে হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

এ ছাড়া উন্নত আইনের শাসন প্রতিষ্ঠা, লাল ফিতার দৌরাত্ম্য ও রাজনৈতিক অস্থিরতার হুমকি কমাতে হবে বলেও জানান তিনি।

রাজধানীর সোনারগাও হোটেলে সোমবার সকাল ১১টায় ‘ইউএস ট্রেড শো’ উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আগামী ১০-১৫ বছর পরে আমেরিকায় ‘বিশাল বাংলাদেশ আগ্রাসান’ শিরোনামে টাইম ম্যাগাজিনে নিউজ কাভার করা হবে বলে আশাবাদ প্রকাশ করেন মজীনা। কারণ হিসেবে বলেন- ওই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, প্রযুক্তি, চামড়ার পণ্য, বাগদা চিংড়িসহ বিভিন্ন পণ্য ব্যাপক সাড়া জাগাবে। যেখানে ‘মেড ইন বাংলাদেশ’ নামক পণ্যে ছেঁয়ে যাবে। তবে এ জন্য কঠোর পরিশ্রম, প্রগতিশীল নেতৃত্ব, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং বৃহৎ বিনিয়োগের প্রয়োজন পড়বে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, দুর্ভাগ্যজনক হলেও পণ্য রফতানিতে আমেরিকা বাংলাদেশকে শুল্কমুক্ত করেনি। অথচ অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে শুল্কমুক্তভাবে বাংলাদেশ পণ্য রফতানি করে থাকে। তাই আগামীতে আমেরিকায় শুল্কমুক্ত পণ্য রফতানির সুযোগ সৃষ্টি করতে ব্যবস্থা নেওয়ার জন্য ড্যান মজীনার কাছে আহ্বান জানান মন্ত্রী।

বক্তব্য শেষে ফিতা কেটে ‘ইউএস ট্রেড শো’ উদ্বোধন করেন তোফায়েল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, রাষ্ট্রদূত ড্যান মজীনা ছাড়াও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (এ্যামচ্যাম) সভাপতি আফতাব-উল-ইসলাম এবং নির্বাহী পরিচালক আব্দুল গফুরসহ আমেরিকার বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

‘ইউএস ট্রেড শো’ ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এ মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। যেখানে ৪৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

‘ইউএস ট্রেড শো’ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এ্যামচ্যাম ও ইউএস এ্যাম্বাসি।

দ্য রিপোর্টimage_201_13072



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি