শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জঙ্গি ও উগ্রপন্থীদের নীরব হত্যা মিশন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

পূর্বাশা ডেস্ক : র‌্যাব-পুুলিশের চলমান অভিযানের মধ্যেই একের পর হত্যাকা- চালিয়ে যাচ্ছে জঙ্গি ও উগ্রপন্থী সংগঠনগুলো। গত বছর ব্লগার আহমেদ রাজিব হায়দারকে হত্যার মধ্য দিয়ে তারা নতুন পন্থায় হত্যা মিশনে নেমেছে। ইতোমধ্যে তাদের হাতে খুন হয়েছেন গোপীবাগে কথিত পীর ইমাম মাহাদীসহ ৬ জন, টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী এবং সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিার্থী আশরাফুল আলম। সর্বশেষ গত শনিবার তাদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম খুন হয়েছেন বলে ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামে একটি উগ্রবাদী সংগঠন দায় স্বীকার করেছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিার্থী আশরাফুল আলমকে হত্যার পর পরই ‘আনসার আল ইসলাম বাংলাদেশ’ নামে ফেসবুকে খোলা একটি পেজে খুনের দায় স্বীকার করা হয়।

ওই আলোচিত হত্যাকা-গুলোর মধ্যে একমাত্র ব্লগার আহমেদ রাজিব হায়দার হত্যাকা-ে জড়িতরা গ্রেপ্তার হয়েছে। তবে অন্য হত্যাকা-গুলোর সঙ্গে জড়িতরা এখনো অধরা। আহমেদ রাজিব হায়দার হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন ও নর্থ-সাউথ ইউনিভার্সিটির ৭ শিার্থীসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অন্য হত্যাকা-ের মামলাগুলো এখনো তদন্তাধীন। পুলিশ বলছে, গত বছরের গোপীবাগের সিক্স মার্ডার, আহমেদ রাজিব হায়দার, শিক্ষার্থী আশরাফুল আলম, নুরুল ইসলাম ফারুকী এবং সর্বশেষ রাবি শিক্ষক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকা-ের ধরন একই। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে অথবা কুপিয়ে এসব হত্যাকা- সংঘটিত করা হয়েছে। এ ছাড়া ব্লগার রাকিব আল মামুন এবং ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনাতেও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। ধর্মীয় কারণে এসব ঘটনা ঘটেছে বলেও পুলিশ জানায়।

রাবি শিক্ষক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকা-ের কয়েক ঘণ্টা পর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামে একটি জঙ্গি সংগঠনের নামে হত্যাকা-ের দায় স্বীকার করা হয়। সংগঠনটির পেজে ড. একেএম শফিউল ইসলামকে ‘মুরতাদ’ উল্লেখ করে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।

ফেসবুক পাতায় উল্লেখ করা হয়, দাড়ি কাটা ও পাঞ্জাবি-পাজামা না পরার শর্তে শিক্ষক নিয়োগের পর ছাত্রীদের বোরকা না পরে কাসে আসতে নির্দেশ দিয়েছে বিভাগীয় সভাপতি একেএম শফিউল ইসলাম। শনিবার ৩ এপ্রিল ২০১০, দৈনিক সংগ্রাম। ‘আজ এই মুরতাদ তার যথাযথ প্রতিদান পেয়েছে, আলহামদুলিল্লাহ।’

এতে শফিউল ইসলামের ছবিতে লাল ক্রস চিহ্ন দেওয়া একটি ছবিতে অপরাধ-এপ্রিল ২০১০, শাস্তি প্রদান-নভেম্বর ২০১৪। এরপর ইংরেজিতে লেখা হয়েছে- উই ডোন্ট ফরগেট। ইনশাআল্লাহ উই উইল নট ফরগেট আদারস।

এতে আরও বলা হয়, ‘আল্লাহু আকবার!!! আল্লাহু আকবার!!! আল্লাহু আকবার!!! আমাদের মুজাহিদীনরা আজকে রাজশাহীতে এক মুরতাদকে কতল করেছেন- যে তার ডিপার্টমেন্টে ও কাসে বোরকা পরা নিষিদ্ধ করেছিল। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর শক্তিতে ও আল্লাহর অনুমতিতে মুজাহিদীনরা আজকে এ মুরতাদকে কতল করেছেন। ইসলামবিরোধী সব নাস্তিক-মুরতাদ সাবধান!!!’

এ ছাড়াও ব্লগার রাজিব হায়দার, আশরাফুল আলম, আসিফ মহিউদ্দিন, রাকিব মামুন ও ড. শফিউল ইসলামের ছবিসংবলিত ওই পেইজের কভার ফটোতে লাল ক্রস চিহ্ন ব্যবহার করে রাজিব হায়দার খতম, আশরাফুল আলম খতম, ড. শফিউল ইসলাম খতম উল্লেখ রয়েছে। আর আসিফ মহিউদ্দিন ও রাকিব মামুনের ছবিতে প্রথম প্রচেষ্টা সমাপ্ত, দ্বিতীয় প্রচেষ্টা আসছে লেখা রয়েছে।

ফেসবুক পাতায় ওই গোষ্ঠীর পরিচয়ে বলা হয়েছে, উই আর দ্য হেল্পারস অব শরিয়া ইন বাংলাদেশ। উই আর মুজাহিদীন সাবিলিল্লাহ।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম বলেছেন, নীরবে হত্যার কৌশল হিসেবে জঙ্গি ও উগ্রবাদী সংগঠনগুলো এ ধরনের খুন-খারাবির পথ বেছে নিয়েছে। যে পেজটি খোলা হয়েছে সেটি পূর্ণাঙ্গ কোনো সংগঠন নয়। কোনো জঙ্গি সংগঠনের মিডিয়াসেল হিসেবে কাজ করছে। রাবির ঘটনায় জেএমবি ও হরকাতুল জিহাদ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। রাবির শিক্ষক ছিলেন মাজারভক্ত। তিনি আরও বলেন, জঙ্গি ও উগ্রবাদীরা কাউকে হত্যা করতে প্রথমে চার্জগঠন করছে। চার্জ অনুমোদন হলে মৃত্যু পরোয়ানা জারি করছে। এরপর মেরে ফেলছে।

রাজশাহী মহানগর পুুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান এ প্রসঙ্গে বলেন, জঙ্গি বাহিনীর নতুন ফেসবুক পেজ খুলে রাবি শিক্ষক হত্যার দায় স্বীকার করার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত সন্দেহভাজন অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিার্থী আশরাফুল আলম খুনের ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটকের পর সংশ্লিষ্টতা না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। তেমনি গোপীবাগের সিক্স মার্ডার, নুরুল ইসলাম ফারুকী হত্যাকা-েও বেশ কয়েকজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু কেউই খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে অবস্থিত আমবাগান গ্রামের একটি চার তলাবিশিষ্ট ভাড়াবাড়ির ফ্যাটে থাকতেন ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিার্থী আশরাফুল আলম। গত ৩০ সেপ্টেম্বর বিকালে ওই ভাড়াবাসাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আশরাফুল আলমকে হত্যার পর ‘আনসার আল ইসলাম বাংলাদেশ’ সংগঠনের ফেসবুক পেজে নাস্তিক, মুরতাদ আখ্যা দেওয়া হয়। ওই পেজে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, ৭টি কারণে আশরাফুল আলমকে খতম করা হয়েছে। পেজে ওই কারণগুলোও তুলে ধরে সংগঠনটি। এর মধ্যে রয়েছে জিহাদকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, পবিত্র কোরআন ও সুন্নাহবিরোধী মন্তব্য করা এবং নাস্কিক্যবাদী চিন্তাভাবনা প্রচার করা অন্যতম। পেজটির একটি পাতায় গত পহেলা অক্টোবর আশরাফুল আলমের ক্রস চিহ্ন দেওয়া দুটি ছবি প্রকাশ করে পরবর্তী টার্গেট কে হতে পারে এ ব্যাপারে প্রশ্ন রাখা হয়। গত ২৮ অক্টোবর থেকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ’ সংগঠনের ফেসবুক পেজটি এরর দেখাচ্ছে। রাবি শিক্ষক ড. শফিউল ইসলাম হত্যাকা-ের পর আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামে আরেকটি পেজ খোলা হয়।

আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা গত বছরের ফেবুয়ারি মাসে রাজধানীর পল্লবীতে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ব্লগার আহমেদ রাজিব হায়দারকে। এর আগের মাসে ব্লগার আসিফ মহিউদ্দিনকে কুপিয়ে আহত করে একই সংগঠনের সদস্যরা। অন্যদিকে গত জুন মাসে গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাকিব আল মামুনকে কুপিয়ে আহত করে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা। দৈ:আ:স:Hotta-300x232



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি