শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ১৮ বৎসর পূর্ণ হলে যে কোন সময় ভোটার তালিকার অর্ন্তভুক্ত —-নির্বাচন কমিশনার মো.জাবেদ আলী


১৮ বৎসর পূর্ণ হলে যে কোন সময় ভোটার তালিকার অর্ন্তভুক্ত —-নির্বাচন কমিশনার মো.জাবেদ আলী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৪

 

 

 

Election.j22 copy

কাজী জাফরউল্লাহ আজাদ
১৮ বছর পূর্ণ হলেই যে কোন সময় ভোটার তালিকার অর্ন্তভুক্ত হতে পারবে। ভোট জনগনের নাগরিক অধিকার। প্রাপ্ত বয়স্ক কোন নাগরিক যেন ভোটার তালিকা হতে বাদ না পড়ে এবং কোন ভূলতথ্য প্রদান করে যেন জাল ভোটার হতে না পারে সে জন্য তিনি স্থানীয় ইউপি সদস্যদের কাছ থেকে প্রত্যায়নপত্র সহ সংশ্লিষ্ট কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে। দলমত, শ্রেণি, বর্ণ,গোত্র, লিঙ্গ নির্বিশেষে সকলকে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করার লক্ষে উপজেলা নির্বাচন কমিশন অফিসারদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করতে হবে।ডিজিটাল বাংলাদেশে কেহ যেন নকল আইডি ব্যবহার করতে না পারে সেজন্য শীঘ্রই স্মার্ট কার্ড তৈরি হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি। ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে চান্দিনা সার্ভার ষ্টেশনে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৪ পর্যালোচনা কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো.আবুল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুল হক, চান্দিনা থানা এসআই আব্দুল্লাহ আল মামুন, চান্দিনা সার্ভার ষ্টেশনের সকল কর্মকর্তা ও চান্দিনায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

এদিকে ২০১৪ সালে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদের পরিসংখ্যান মতে চান্দিনা পৌরসভায় পুরুষ ৮০২ মহিলা ৬৬৪, শুহিলপুর ইউনিয়নে পুরুষ ৫২৩ মহিলা ৩৭৪,বাতাঘাসি ইউনিয়নে পুরুষ ৫৭৩ মহিলা ৩৮৭, মাধাইয়া ইউনিয়নে পুরুষ ৫৬৮ মহিলা ৪৪৯, মহিচাইল ইউনিয়নে পুরুষ ৬৩৪ মহিলা ৪৩৯, কেরনখাল ইউনিয়নে পুরুষ ৪১৯ মহিলা ২৯৫, বাড়েরা ইউনিয়নে পুরুষ ৪৬৩ মহিলা ৩০৭, এতবারপুর ইউনিয়নে পুরুষ ১৭৫ মহিলা ১৩৭, বরকইট ইউনিয়নে পুরুষ ৬৩৮ মহিলা ৪৪৮, মাইজখার ইউনিয়নে পুরুষ ১১৮৫ মহিলা ৮৪৮, গল্লাই ইউনিয়নে পুরুষ ৬২৭ মহিলা ৪১১, দোল্লাই নবাবপুর ইউনিয়নে পুরুষ ৫৭৮ মহিলা ৩৬৪, বরকরই ইউনিয়নে পুরুষ ৪৭২ মহিলা ৩৮২, জোয়াগ ইউনিয়নে পুরুষ ৫৮৯ মহিলা ৪৫৯ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে।২০১২ সালের চান্দিনার ভোটার সংখ্যা ছিল ২২১২৮৩ জন বর্তমানে ২০১৪ সালে ভোটার সংখ্যা দাড়ায় ২৩৫৪৯৫ জন।
নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো.জাবেদ আলী ১৮ থেকে ২৪ নভেম্বর ছবি সহ ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম এবং চাদপুর জেলার হাইমচর উপজেলার ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা ও চাদপুর জেলা সফরে গতকাল সকালে ঢাকা হতে রওয়ানা হয়ে প্রথমে দাউদকান্দি উপজেলার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম ও দুপুরে চান্দিনা উপজেলা ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি গতকাল বিকেলে চান্দিনা হতে কুমিল্লার উদ্দেশে রওয়ানা করেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করার কথা রয়েছে। আজ কুমিল্লা আঞ্চলিক সার্ভার ষ্টেশনে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা শেষে চাদপুুুুুুুুুুর জেলার উদ্দেশে রওয়ানা করবেন।আগামী ২৩.১১.২০১৪ইং পুনরায় কুমিল্লা সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন এবং ২৪.১১.২০১৪ ইং সকালে হোমনা উপজেলার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা করার সরকারী কর্মসূচী রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি