শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজেপিকে পাশে পেতে মরিয়া বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ
ভারতের বিজেপি সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। আর এ কারণেই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। বিজিপির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে তারা অব্যাহত রেখেছেন নানা তৎপরতা। এতে প্রাথমিকভাবে এসেছে ইতিবাচক ফলও। যার বহিঃপ্রকাশ ঘটেছে সুষমার সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের বিষয়টি চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে। বিএনপির চেয়ারপারসনের রাষ্ট্রীয় কোনো প্রটোকল নেই এবং তার সঙ্গে সাক্ষাতের বিষয়টিও সুষমার নির্ধারিত কর্মসূচিতে ছিল না। তার পরও মিলেছে সাক্ষাতের সময়। আর এই সাক্ষাতে সব দলের অংশগ্রহণে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ভারতের সহায়তা চাওয়ার দিকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। দলের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য।

সূত্র জানায়, সুষমার সঙ্গে খালেদা জিয়ার দ্বিপাক্ষিক বৈঠকের ‘টকিং পয়েন্টস’-এর একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। দলের নীতিনির্ধারকরা কয়েক দফা বৈঠক করে এটি চূড়ান্ত করেন। এই খসড়ায় ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের নানা দিক তুলে ধরা হয়েছে। এতে বলা হয়- ওই নির্বাচনে জনগণের আশা-আকাক্সক্ষার কোনো প্রতিফলন হয়নি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের প্রভাবশালী কোনো দেশ ওই নির্বাচনকে নৈতিক সমর্থন দেয়নি। সবার সঙ্গে আলোচনা করে অবিলম্বে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিতে সরকারের প্রতি ওই সব দেশের চাপ অব্যাহত রয়েছে উল্লেখ করে সম্প্রতি দেয়া জাতিসংঘ মহাসচিবের বিবৃতিও স্থান পেয়েছে খসড়ায়।

বিরোধী দলের প্রতি সরকারের দমন-পীড়ন নীতি, দেশব্যাপী সরকারি দলের সন্ত্রাস নৈরাজ্য, আইনশৃংখলা বাহিনী দিয়ে বিরোধী নেতাকর্মী অপহরণ, গুম-হত্যার মিশনে নামানোসহ সমসাময়িক বিভিন্ন বিষয় রাখা হয়েছে এ খসড়ায়। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানবধিকার লংঘনের একটি ভিডিও সুষমাকে দেয়া হবে।

এ ছাড়া তিস্তা চুক্তির দ্রুত বাস্তবায়ন, আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন, সীমান্তে শান্তিরক্ষা, ভারতে মুসলিমদের প্রতি সদয় হওয়া ও ছিটমহল ফিরিয়ে দেয়ার আহ্বান এবং টিপাইমুখ বাঁধ না করার অনুরোধ জানানো হবে বিএনপির পক্ষ থেকে।

সূত্র আরও জানায়, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদেরে মধ্যে নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সে বিষয়টিও তুলে ধরা হতে পারে বৈঠকে। ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, দশম নির্বাচন হয়ে যাক একাদশ নিয়ে আলোচনা হবে। কিন্তু এখন তারা বলছেন, পাঁচ বছর পর নির্বাচন হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। ৫ জানুয়ারির নির্বাচনে এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি তা বিশ্বের সবাই অবগত। বিজেপি সরকারের প্রভাবশালী মন্ত্রী অরুন জেটলীও নির্বাচনের পরপর বলেছিলেন, বাংলাদেশের স্থিতিশীলতা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ আজ অশান্ত ও অস্থিতিশীল। বিষয়টি ভারতও অনুধাবন করছে। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিশ্বের বড় গণতান্ত্রিক রাষ্ট্র এগিয়ে আসবে বলেই আমরা বিশ্বাস করি। আলাপ-আলোচনার ভিত্তিতে আমাদের দেশে কিভাবে কার্যকর সরকার আসবে সে বিষয়ে তাদের সুচিন্তিত মতামত থাকবে বলে এ দেশের জনগণ প্রত্যাশা করছে।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, বিজেপির ঐতিহাসিক প্রতিপক্ষ কংগ্রেস, আর কংগ্রেসের ঐতিহাসিক বন্ধু আওয়ামী লীগ। রাজনৈতিক কারণেই বিজেপি সরকারের অন্তরে স্থান পাবে না বর্তমান সরকার। যার ফল যাবে বিএনপির ঘরে। এ বিষয়টিকে সামনে রেখেই আশার স্বপ্ন দেখছেন দলটির নেতারা। তাদের মতে, কংগ্রেস ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে। যা ২০১২ সালে খালেদা জিয়ার ভারত সফরে প্রমাণ পাওয়া যায়। ওই বছর ২৮ অক্টোবর সাত দিনের সফরে খালেদা জিয়া ভারত গেলেও কংগ্রেসের পক্ষ থেকে সাক্ষাৎ দেননি দলটির প্রধান সোনিয়া গান্ধী। তার সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও মাত্র ২৫ মিনিটের সাক্ষাৎ দিয়েছেন নির্ধারিত দিনেরও দু’দিন পর। তখনই বিএনপির সঙ্গে কংগ্রেসের দূরত্ব স্পষ্টরূপ নেয়। ওই সময় থেকে বিজেপির সঙ্গে বিএনপি সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয়। জানা যায়, খালেদা জিয়ার ভারত সফরকালে লোকসভার বিরোধীদলীয় নেতা এই সুসমা স্বরাজ, লালকৃষ্ণ আদভানীসহ বিজেপি নেতারা বিএনপির চেয়ারপারসনকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছিলেন। সুষমা স্বরাজ নিজ হাতে খালেদা জিয়াকে আতিথেয়তা করেছিলেন। তার ব্যবহারে মুগ্ধ হন খালেদা। বিষয়টি একাধিকার দলের স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা করেন খালেদা জিয়া। সুষমার সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিকভাবে বিজেপির কাছ থেকে কিছুটা হলেও বাড়তি সহায়তা পাবে বলে দলটির নেতাদের বিশ্বাস।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের বিগত কংগ্রেস সরকার বাংলাদেশের অনির্বাচিত সরকারকে ব্যবহার করেছে, সমর্থন দিয়েছে। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের প্রতিবেশী দেশের প্রতি এ রকম নীতি হতে পারে না।

তিনি বলেন, ভারতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে নরেন্দ্র মোদি ক্ষমতায় বসেছেন। আমরা বিশ্বাস করি, ভারতের নতুন সরকার আগের কংগ্রেস সরকারের অবস্থান থেকে সরে আসবে। তারা কোনো একটি দল নয়, এ দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। জনগণের চাওয়া-পাওয়াকেই গুরুত্ব দেবে।99417_1-300x168



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি