রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার জনসভায় বুড়িচং-ব্রাক্ষণপাড়া থেকে ২০ হাজার লোক মিছিল নিয়ে যাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

মোঃ সাইফুল ইসলাম বাবুল,বুড়িচং
আর মাত্র ৭ দিন বাকী। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুমিল্লা টাউন হল মাঠে বিশাল জনসভা যোগদান করবেন। খালেদা জিয়া কুমিল্লার জনসভা যোগদানকে কেন্দ্র করে কুমিল্লা-৫ আসন (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুুতি গ্রহন করেছেন। বুড়িচং-ব্রাক্ষণপাড়া থেকে প্রায় ২০ হাজার লোকের একটি মিছিল নিয়ে জনসভায় যোগদান করবে নেতাকর্মীরা।
জনসভা বাস্তবায়ন কমিটির দায়িত্বপ্রাপ্ত সাচিবিক ও বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন জানান, আগামী ২৯ নভেম্বর বেগম খালেদা জিয়ার কুমিল্লা জনসভা যোগদানকে কেন্দ্র করে কুমিল্লা-৫ আসন (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ২৩ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই বাস্তবায়ন কমিটির মাধ্যমে আগামী ২৩ নভেম্বর কুমিল্লা সদরের রেইসর্কোস এলাকা টিউ প্লেস নামক কমিউনিটি সেন্টারে কুমিল্লা-৫ আসনের সকল নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী কী ভাবে জনসভা সফল ও স্বার্থক করা যায় সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক, যুগ্ন আহবায়ক ও উপদেষ্টা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নেতৃত্বে প্রায় ২০ হাজার লোক নিয়ে মিছিল করে বিশাল জনসভা যোগদান করবেন। বুড়িচং-ব্রাক্ষণপাড়া থেকে বাস, মটর সাইকেল, সিএনজি, অটোরিক্স নিয়ে যোগদান করবে হাজারো মানুষ। তাছাড়া বুড়িচং- ব্রাক্ষণপাড়া ২টি রেল ষ্টেশন থাকায় অনেক লোক ট্রেন দিয়ে যোগদান করবে জনসভায়। জনসভা বাস্তবায়ন কমিটির সকল সদস্যদের নিয়ে জনসভায় জনগনকে যোগদান করার জন্য লিফলেট, ফেস্টুন, পোষ্টার, ব্যানার টাঙ্গানো হবে। আগামী ২৯ নভেম্বর বেগম খালেদা জিয়া কুমিল্লা আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। জনসভা বাস্তবায়ন কমিটি গঠন করা দলের নেতাকর্মীদের উৎসাহ আরো বেড়েছে।#



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি