মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে দাউদকান্দিতে যৌথ কর্মী সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

প্রেস বিজ্ঞপ্তিঃ
কুমিল্লায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে দাউদকান্দি ও মেঘনা উপজেলা এবং দাউদকান্দি পৌর বিএনপি ও অংগসংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ২৯ নভেম্বর কুমিল্লা টাউন হল ময়দানে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বিএনপি চেয়ারপার্সন ভাষণ দেবেন।
প্রস্তুতির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে দাউদকান্দি সদরে দাউদকান্দি ও মেঘনা উপজেলা এবং দাউদকান্দি পৌর বিএনপি’র যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিনে কেক কাটেন বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীগণ। সভায় বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০টি স্পট নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে ২০ দলীয় জোট নেত্রীকে বিপুলভাবে সংবর্ধনা জানানো হবে। এই কর্মসূচী বাস্তবায়নে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, ড. মোশাররফ পুত্র কুমিল্লা (উ.) জেলা বিএনপি নেতা ও তরুণ আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। যৌথ কর্মী সভায় বক্তৃতাকালে প্রধান সমন্বয়ক ড. মারুফ বলেন, ২৯ নভেম্বর কুমিল্লায় অনুষ্ঠিত হবে স্মরণকালের বিশাল জনসভা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দিন আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বেগম জিয়ার কুমিল্লা সফরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের আন্দোলন বেগবান করতে নতুন গতিসঞ্চার হবে। আন্দোলনে সামিল হতে জনগণকে প্রেরণা জোগাবে। ড. মারুফ জনসভা সফল করতে কুমিল্লাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
বিএনপি চেয়ারপার্সন সড়ক পথে কুমিল্লা যাবার প্রাক্কালে তাঁর সম্মানে কুমিল্লার গেইটওয়ে দাউদকান্দি সেতু টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২৫ কি.মি. স্থানে বিভিন্ন স্পটে অর্ধশত সুদৃশ্য তোড়ণ নির্মাণ করা হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রং- বেরংয়ের ব্যানার, ফ্যাস্টুন ও প্লেকার্ড নিয়ে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ তাকে বিপূলভাবে সংবর্ধনা জানাবে। এসব স্পটে কারাবন্দী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে নেতাকর্মীরা বেশ জোরেশোরে প্রচারণা চালাবে। বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা জানানোর পাশাপাশি অবিলম্বে ড. খন্দকার মোশাররফ হোসেনের মুক্তির দাবিটি সরকারের দৃষ্টিতে আনার জন্য স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা বিশাল শো-ডাউন করতে দিন-রাত কাজ করে চলেছে। যৌথ সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা (উ.) জেলা বিএনপি নেতা শাহজাহান চৌধুরী, একেএম শামসুল হক, আব্বাস উদ্দিন কমান্ডার, সাইফুল আলম ভূঁইয়া, জসিম উদ্দিন আহমেদ, দাউদকান্দির মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, বিএনপি নেতা আবুল হাসেম চেয়ারম্যান, এম.এ সাত্তার, মো: রমিজ উদ্দিন লন্ডনী, আজহারুল হক শাহীন, আতাউর রহমান ও নূর মোহাম্মদ সেলিম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম জিয়া, মাহবুবুল আলম মোহন, ভিপি জাহাঙ্গীর আলম ও আ. অদুদ মুন্সী, জাসাস নেতা আরিফ মাহামুদ, দিলারা শিরীন, কৃষকদল নেতা এ.আর মাহবুবুল হক, দেওয়ান আব্দুস সাত্তার, ছাত্রদল নেতা ভিপি সাহাব উদ্দিন ভূঁইয়া, মামুন হোসেন ভূঁইয়া, ও রোমান খন্দকার, মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন ও রাজিয়া সুলতানা প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি