সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শুক্রবার প্রথম ওয়ানডে: টিকিট না পেয়ে বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

স্পোটস ডেস্ক ঃ
টেস্ট সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে শুক্রবার মাঠে নামছে মুশফিক বাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার দিবা-রাত্রির ম্যাচটি হবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য পয়মন্ত ভেন্যু হিসাবে এ স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে দেখার জন্য টিকিট না পেয়ে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে দর্শকরা। তাদের দাবি, স্টেডিয়ামে কাউন্টার রাখায় ব্যাংকের মাধ্যমে বেশিরভাগ টিকিটই কালোবাজারীতে চলে গেছে।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যত সাফল্য, তার অধিকাংশই চট্টগ্রাম তথা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। বারবার এই ভেন্যুতে টাইগাররা দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমিদের জয়ের আনন্দে ভাসিয়েছে। বিশ্বসেরা ক্রিকেট দলগুলো এ মাঠেই খেলতে এসে বাঘের গর্জন শুনেছে। যে কারণে স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য পয়মন্ত ভেন্যু বলেই পরিচিত। শুক্রবার ১৬তম ওয়ানডে অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে।
২০০১ সালে স্টেডিয়ামটি প্রতিষ্ঠার আগে ক্রিকেটের জন্য আলাদা কোনো ভেন্যু ছিল না বন্দরনগরীতে। এমএ আজিজ স্টেডিয়ামকেই ফুটবলের সঙ্গে ভাগাভাগি করে নিয়ে খেলতে হতো। তবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ২০০৬ সালে। যদিও ২০০৪ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রাজকীয় অভিষেক হয়েছিল এ স্টেডিয়ামের।
২০০৬ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে সাগরিকার যাত্রা শুরু। ওই ম্যাচে অবশ্য ৭৪ রানে পরাজিত হয় টাইগাররা। একই বছর অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৪ উইকেটে। সেই থেকে এখন পর্যন্ত পয়মন্ত ভেন্যুতে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে টাইগাররা। ২০১১ বিশ্বকাপের ২টি ম্যাচও এই মাঠে অনুষ্ঠিত হয়। এই মাঠেই বিশ্বকাপে ইংল্যান্ডকে ২ উইকেটে এবং নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারানোর অভিজ্ঞতার রয়েছে বাংলাদেশের।
এরপর থেকে যতগুলো ম্যাচ হয়েছে তার বেশিরভাগ ম্যাচেই জিতেছে বাংলাদেশ। ২০০৬ সালেই স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানের জয়ের মধ্য দিয়ে জয়যাত্রা শুরু। ১৫টি ওয়ানডে ম্যাচের মধ্যে সাতটিতে বিশাল ব্যবধানে জিতেছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সবগুলোতেই জয় এসেছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে আজ দিবা-রাত্রির ম্যাচটি হবে এ স্টেডিয়ামের ১৬তম ওয়ানডে।
এই ভেন্যুত দুটি ম্যাচ হয়েছে পরিত্যাক্ত এবং ছয়টিতে হেরেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে এই ভেন্যুতে ওয়ানডে খেলেছিলে মুশফিক-সাকিবরা। প্রায় আড়াই বছর অপেক্ষার পর চট্টলার ক্রিকেট প্রেমিরা ফের ওয়ানডে ক্রিকেট দেখার সুযোগ পাচ্ছে। আর এ জন্যই হয়তো টিকিট না পেয়ে বৃহস্পতিবার বিকেলে বিক্ষুব্ধ হয়ে উঠে দর্শকরা। স্টেডিয়াম এলাকায় এসে কাউন্টার না থাকায় ফিরে গেছে বহু দর্শক। তাদের দাবি, ভেন্যু এলাকায় কাউন্টার না রাখায় বেশিরভাগ টিকিট কালোবাজারীর হাতে চলে গেছে। ২


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি