শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৮১


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। অধিনায়কের সিদ্ধান্তকে স্বার্থক করে তোলেন পানিঙ্গারা ও ছাতারারা। দলীয় ৮ রানের মাথায় তামিম ইকবালকে (৫) বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠান টিনাশে পানিয়াঙ্গারা। দলের ২৬ রানের মাথায় ছাতারার বলে এল্টন চিগুম্বুরার ক্যাচে পরিণত হন এনামুল হক (১২)। দলীয় ৩১ রানের মাথায় ছাতারার বল পুল করতে গিয়ে টাফাজওয়া কামুনগোজির সহজ ক্যাচে পরিণত হন মাহমুদুল্লাহ রিয়াদ (১)। জন নিউম্বুর বলে বোল্ড হয়ে যান মুমিনুল হক (৩১)।
এরপর হাল ধরে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের শতক, মুশফিকুর রহিমের অর্ধশতক ও সর্বশেষ সাব্বির রহমানের ৪৪রানের সুবাদে জিম্বাবুয়েকে ২৮২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সাকিব তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক। দলের পক্ষে পানিঙ্গারা তিনটি উইকেট পেয়েছেন।1416566447



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি