সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রেকর্ড গড়লেন মেসি, জয় পেল বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৪

স্পোর্টস ডেস্কmessi_banglanews24_549122897
লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে সেভিয়ার মুখোমুখি হয়েছিল স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। এ ম্যাচে লিওনেল মেসি একাই গুঁড়িয়ে দিয়েছেন সেভিয়াকে। নিজের রেকর্ড গড়ার পাশাপাশি হ্যাটট্রিকও করেছেন। ২৭ বছর বয়সী ফুটবলের এ জাদুকর হয়ে গেছেন লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলের একক মালিক। ম্যাচে ৫-১ গোলে সেভিয়াকে উড়িয়ে দিয়েছে মেসি-নেইমাররা।প্রায় ৭৩ হাজার দর্শকের উপস্থিতিতে স্বাগতিক হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ব্রাজিল তারকা নেইমার আর উরুগুয়ের তারকা সুয়ারেজ। এছাড়া লুইস এনরিকের শুরুর একাদশে ছিলেন ব্রাভো, আলভেজ, পিকে, ম্যাথিউ, আলবা, বাসকুয়েটস, রেকিটিক আর জাভি।

এ ম্যাচে একটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল মেসিকে। একটি গোল করতে পারলেই লা লিগার সর্বোচ্চ গোলদাতা তেলমো জারার রেকর্ড স্পর্শ করবেন বার্সার এই প্রাণভোমরা। দু’টি গোল করলেই রেকর্ডটি নতুন করে গড়বেন বার্সেলোনার এ তারকা। এমন রেকর্ডের হাতছানিকে বাস্তবে মেলে ধরতে মাঠে নামনে মেসি। আর মাঠে নেমে একটি-দুটি নয় করেন তিনটি (হ্যাটট্রিক) গোল।

এর আগে ২৫১টি গোল করে গত ৬০ বছর ধরে লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে ছিলেন অ্যাতলেতিকো বিলবাওয়ের তারকা তেলমো জারা।

ম্যাচের সপ্তম মিনিটে মেসির একটি শট রুখে গোলের হাত থেকে বাঁচান অতিথি হিসেবে খেলতে আসা সেভিয়ার গোলরক্ষক বেতো। মেসি তার এই শটটি ডি বক্সের বাইরে থেকে নিয়েছিলেন। এর চার মিনিট পরেই গোলের সুযোগ পেয়েছিলেন বার্সার নতুন তারকা সুয়ারেজ। কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে গোল পাননি লিভারপুলের সাবেক তারকা।

খেলার ২১তম মিনিটে মেসিকে ফাউল করায় ফ্রি-কিক লাভ করে বার্সা। সেভিয়ার ডি বক্সের ঠিক বাইরে থেকে মেসি নিজেই ফ্রি কিক নেন। বাতাসে ভাসিয়ে মারা তার ফ্রি-কিকটি রুখে দিতে ব্যর্থ হন সেভিয়ার গোলরক্ষক বেতো। আর এ গোলের পরেই ২৫১তম গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হলেন ফুটবলের ক্ষুদে জাদুকর।

ম্যাচের ৪৫তম মিনিটে পরপর দুইবার গোলের সুযোগ পায় কাতালানরা। প্রথম সুযোগে আলবা গোলের দেখা পাননি আর পরের সুযোগটিকে কাজে লাগাতে পারেননি নেইামার। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে দুই মিনিট পেরুতে না পেরুতেই সমতায় ফেরে সেভিয়া। ম্যাচের ৪৭তম মিনিটে জরদি আলবার আত্মঘাতী গোলে ১-১ সমতা হয়। তবে, পরের মিনিটেই আবারো লিড নেয় বার্সা। ব্রাজিল অধিনায়ক নেইমারের গোলে এগিয়ে যায় কাতালানরা। জাভির ফ্রি-কিক থেকে বাতাসে ভেসে আসা বলে হেড করে সেভিয়ার জালে বল জড়িয়ে দেন নেইমার।

খেলার ৬৫তম মিনিটে গোল করে দলের লিড আরো বাড়িয়ে নেন ইভান রেকিটিক। মাঝমাঠ থেকে পাওয়া বলে সুয়ারেজ ঠান্ডা মাথায় পা লাগিয়ে ডি বক্সে দৌড়ে আসা রেকিটিককে বানিয়ে দেন। আর তা থেকে হেড করে গোল করেন রেকিটিক। ফলে, বার্সা এগিয়ে যায় ৩-১ গোলের ব্যবধানে।

এর তিন মিনিট পরেই আবারো পায়ের জাদু দেখান এ মৌসুমে নতুন আসা সুয়ারেজ। নিজে এখনও ক্লাবের হয়ে গোল না পেলেও প্রতিনিয়ত গোল করাচ্ছেন সতীর্থদের দিয়ে। এবারে তিনি আলবাকে বল বানিয়ে দেন। কিন্তু আলবার নেওয়া শটটি গোলবারের অনেক বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচের ৭২তম মিনিটে রেকর্ড বুকে জায়গা করে নেন মেসি। নেইমারের সঙ্গে ওয়ান টু ওয়ান পাস খেলে দুর্দান্ত গতিতে বল নিয়ে এগিয়ে যান বার্সার এ তারকা। নেইমারের অ্যাসিস্টে ইতিহাসের বুকে ঠাঁই করে নেন মেসি। লা লিগার ইতিহাসে ২৫২তম গোল করে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে চলে যান আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। এ গোলের পর সতীর্থরা মেসিকে কোলে তুলে তার প্রাপ্য সম্মানটি বুঝিয়ে দেয়।

ছয় মিনিট পরেই আবারো গোল করেন মেসি। লা লিগার ২৫৩তম গোলের মধ্য দিয়ে মেসি তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এবারেও মেসির গোলের সঙ্গে যুক্ত থাকলেন নেইমার। সেভিয়ার ডিফেন্সকে একাই গুঁড়িয়ে দিয়ে নেইমারের ওয়ান টাচ নিয়ে বাঁপায়ের জোড়ালো শটে হ্যাটট্রিক করেন অসাধারণ খেলতে থাকা মেসি।

৮৮ মিনিটের মাথায় আবারো গোলমুখে শট নিয়েছিলেন মেসি। তবে, তার এ শটটি রুখে দেন সেভিয়ার গোলরক্ষক।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক হিসেবে খেলতে নামা বার্সেলোনা। আর এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে চলে এলো বার্সা। ১২ ম্যাচে ৯ জয়, একটি ড্র আর ২টি পরাজয় নিয়ে বার্সার সংগ্রহ ২৮ পয়েন্ট। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/343002.html#sthash.9pFwcsuP.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি