সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোনালদোর নৈপুণ্যে রিয়ালের আরেকটি জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৪

স্পোর্টস ডেস্ক\real_madrid_banglanews24_303663373
লা লিগায় পুঁচকে এইবারের বিপক্ষে মাঠে নেমেছিল স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এইবারের ঘরের মাঠে অতিথি হিসেবে খেলতে নেমে রোনালদোর জোড়া গোল আর রদ্রিগেজ এবং বেনজেমার গোলে সহজ জয় পেয়েছে কার্লোস আনচেলত্তির রিয়াল।

রিয়াল কোচ এ ম্যাচে তার শিষ্যদের মাঠে নামান ৪-৩-৩ ফরমেটে। শুরুর একাদশে তিনি মাঠে পাঠান ক্যাসিয়াস, কারভাজাল, রামোস, পেপে, মার্সেলো, ক্রস, ইসকো, রদ্রিগেজ, বেল, বেনজেমা এবং রোনালদোকে।

ম্যাচের ১৬তম মিনিটে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন রিয়াল তারকা বেল। ওয়েলস তারকার নেওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় রুখে দেন এইবারের গোলরক্ষক ইরুরেতা।

তবে, ম্যাচের ২৩ মিনিটের মাথায় দলকে গোলের হাত থেকে বাঁচাতে পারেননি ইরুরেতা। রোনালদো-বেনজেমার-রোনালদোর থেকে উপরে ওঠা বল পান জেমস রদ্রিগেজ। বিশ্বকাপের গোল্ডেন বল জেতা কলম্বিয়ান এ তারকা রোনালদোর তুলে দেওয়া বলে হেড করে এইবারের জালে বল জড়িয়ে দেন। ফলে, ১-০ গোলের লিড নেয় অতিথিরা।

ম্যাচের ৩০তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। এইবারের কাপার থেকে রিয়ালের ডি বক্সে বল পান সাউল বেরজন। কিন্তু তার আলতো ছোঁয়া রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস পায়ে লাগিয়ে কোনোরকমে বাঁচিয়ে দেন। এর চার মিনিট পরে রিয়ালও এগিয়ে যেতে পারতো। রোনালদোর আরেকটি তুলে মারা বলে বেনজেমা পা লাগানোর আগেই এইবারের এক ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায়।

পরের মিনিটেই আবারো গোলের সুযোগ তৈরি করেছিল রিয়াল। বেনজেমার হেড থেকে বল পান সার্জিও রামোস। গোলবার লক্ষ্য করে শট নিলেও এইবারের গোলরক্ষক ইরুরেতা তা ঠেকিয়ে দেন। ফলে, গোল বঞ্চিত হন রামোস।

তবে, রামোস গোল বঞ্চিত হলেও ম্যাচের ৪৩তম মিনিটে গোল করে দলের লিড দ্বিগুন করেন রোনালদো। কারভাজেলের দারুণ এক ক্রসে বল পেয়ে বাঁকানো শটে গোল করেন সিআর সেভেন।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির রিয়াল।

বিরতি থেকে ফিরে ছোট ছোট আক্রমণে খেলা গড়ালেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। এইবারের ফিনিশারের অভাবে বেশ কিছু গোলের সুযোগ নষ্ট হয়।

ম্যাচের ৭০ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন রিয়াল তারকা বেনজেমা। রদ্রিগেজের ক্রস থেকে ফরাসি তারকা বেনজেমা গোলটি করেন। মার্সেলোর থেকে বল পান রদ্রিগেজ আর রদ্রিগেজ তা বাড়িয়ে দেন বেনজেমাকে লক্ষ্য করে। সেখান থেকে গোল আদায় করে নিতে দেরি করেননি বেনজেমা।

ম্যাচের ৮১তম মিনিটে ব্রাজিল তারকা মার্সেলোকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন এইবারের জন ইরাস্তি। পরের মিনিটে রোনালদোর নেওয়া ফ্রি-কিক নিজেদের ডি বক্সে দাঁড়ানো এইবারের রাউল আলবেনতোসার হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর ৮৩ মিনিটের মাথায় সেই পেনাল্টি থেকে গোল করে জোড়া গোল পূর্ণ করেন পর্তুগিজ তারকা রোনালদো। ফলে, ৪-০তে এগিয়ে যায় রিয়াল। পরের মিনিটে মাঠ থেকে উঠে যান রোনালদো।

৮৮ মিনিটের মাথায় এইবারের গোলের সুযোগ এসেছিল। ব্যবধান কমানো গোলের সুযোগ পেয়েছিলেন রেকিচ। কিন্তু ফাঁকায় বল পেয়েও গোলবারের উপর দিয়ে তা পাঠিয়ে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-০ গোলের জয় পায় আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল রিয়াল। ১২ ম্যাচে ১০ জয় আর ২ হারের ফলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ৩০। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/342995.html#sthash.LdqObgCO.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি