বুধবার,১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যে কোনো সময় গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

বিশেষ প্রতিবেদনঃ
মহানবী (স.), হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তিকারী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার চান সরকারও। আজ-কালের মধ্যেই তাকে গ্রেফতার করা হতে পারে। অথবা জামিন নিতে কোর্টে গেলে জেল হাজতে প্রেরণ করা হতে পারে। ধর্ম অবমাননার কারনে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ শো করছে সরকার।

রোববার এয়ার ইন্ডিয়ার একটি বিমানে কলকাতা থেকে ঢাকায় ফেরা লতিফ সিদ্দিকীকে বিমান বন্দরেই গ্রেফতার করা যায়নি মুলত আইনী জটিলতার কারনে। পাকিস্তান আমলের একটি আইনের কারণেই স্পিকারের অনুমতি ছাড়া তাকে গ্রেফতার করা যাবে কি-না তা নিয়ে সংশয়ে ছিল খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এ কারনেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে গ্রেফতারের আগে অনুমতি নিতে হবে। কিন্তু সন্ধ্যায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এ সম্পর্কিত ব্যাখ্যা দেয়ার পর থেকেই সরকার লতিফ সিদ্দিকীকে গ্রেফতার অভিযান শুরু করেছে।
সংশি¬ষ্টরা বলছেন, মহানবী (স.), হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করার পর থেকেই লতিফ সিদ্দিকীর বিষয়ে কোন ছাড় না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারনে দ্রুত সময়ের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে। আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম থেকে তাকে বাদ দেয়া হয়েছে। সর্বশেষ দলের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়।

মহানবী (স.), হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করার কারণে ১৮টি জেলায় লতিফ সিদ্দিকীর নামে ২২টি মামলা রয়েছে। এর সবগুলোতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সরকারি দল মনে করছেন, লতিফ সিদ্দিকী তার বক্তব্যের মধ্য দিয়ে একদিনে যেমন ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত করেছেন ঠিক তেমনি দলেরও ক্ষতি করেছেন। তাকে ছাড় দিলে দল আরও ক্ষতিগ্রস্ত হবে। আর এ কারণেই তাকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।abdul-latif-siddique_39972-300x168



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি