মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মারুজ্জামান-সাঈদীর রায়ের রিভিউ করতে পারবে দু’পক্ষই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৪

Sayedy_kamrujjaman_sm1_336418323
বিশেষ প্রতিনিধি
মানবতাবিরোধী অপরাধের মামলায় নানা বিতর্কের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে স্পষ্ট হয়েছে যে, ট্রাইব্যুনাল থেকে আপিল বিভাগে যাওয়া আপিল মামলার চূড়ান্ত রায়েরও পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা যাবে।রাষ্ট্র ও দণ্ডপ্রাপ্ত আসামি- উভয়পক্ষই রিভিউ করতে পারবেন এটিও স্পষ্ট করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। আর এতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মোহাম্মদ কামারুজ্জামানের পাশাপাশি সর্বোচ্চ দণ্ড না পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধেও রিভিউ করার সুযোগ এসেছে। তবে রিভিউ করা যাবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এবং ১৫ দিনের মধ্যে।মঙ্গলবার (২৫ নভেম্বর) ফাঁসি কার্যকর হয়ে যাওয়া আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ)আবেদন খারিজের যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ সে রায়ের আলোকেই সুযোগ তৈরি হয়েছে কামারুজ্জামান-সাঈদীসহ অন্য সব দণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে চূড়ান্ত রায়ের রিভিউয়ের।

রিভিউ খারিজের সংক্ষিপ্ত রায়ের পর গত বছরের ১২ ডিসেম্বর রাতে ফাঁসি দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে। এ দলেরই আরেক সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ তার গত ৩ নভেম্বরের আপিল মামলার রায়ে। অন্যদিকে গত ১৭ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালের সর্বোচ্চ দণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আপিল বিভাগ।

কামারুজ্জামান-সাঈদীর আপিল মামলার রায় দু’টির পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি। তবে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর এবং সাঈদীর দণ্ড কমানো-বাড়ানোর লক্ষ্যে রিভিউ করা যাবে কি-না, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রয়োজনীয় কি-না, এসব বিতর্ক চলছে। দুই পক্ষের আইনজীবী ও দণ্ডপ্রাপ্তদের স্বজনদের পাশাপাশি রাষ্ট্রের আইনমন্ত্রী ও সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পর্যন্ত এ বিতর্কে জড়িয়ে পড়েন। তুমুল আইনি বিতর্কের পর শেষ পর্যন্ত সব পক্ষই অবশ্য সব বিষয়ের এখতিয়ার সর্বোচ্চ আদালতের বলেই মত প্রকাশ করেছেন।

মঙ্গলবার রিভিউ করা যাবে এমন পূর্ণাঙ্গ রায় আসার পর কামারুজ্জামানের পাশাপাশি সাঈদীর আপিল মামলারও রিভিউ করা যাবে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞ ও আইনজীবীরা। বিশেষ করে রিভিউ করে সাঈদীর সর্বোচ্চ সাজা পুনর্বহালে আশাবাদী রাষ্ট্রপক্ষ। তবে রিভিউ করা যাবে না- এ কথা বলে আসা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলানিউজকে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি। রায় প্রকাশের পর বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। কামারুজ্জামানের রায়ের ক্ষেত্রেও একই মন্তব্য করে তিনি বলেন, আসামিপক্ষ রিভিউ আবেদন করলে আগের মতোই শক্ত আইনি লড়াই চালাবেন রাষ্ট্রপক্ষ।

কাদের মোল্লার রিভিউ খারিজ করে দেওয়া প্র্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’ ১৯৭৩ এ দণ্ডিতদের ক্ষেত্রেও আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন গ্রহণযোগ্য (মেনটেইনেবল) হবে। তবে তা আপিলের সমকক্ষ হবে না। সাধারণ মামলার ক্ষেত্রে রিভিউয়ের জন্য ৩০ দিন সময় দেওয়া হলেও এ আইনের মামলায় তা প্রযোজ্য হবে না। ট্রাইব্যুনাল আইনের অধীনে আপিলের রিভিউয়ের সময় হবে ১৫ দিন’।

কামারুজ্জামানের আপিল মামলার সংক্ষিপ্ত রায় প্রকাশের দিন থেকেই তার আইনজীবী ও ছেলে বলে আসছেন, তারা পূর্ণাঙ্গ রায়ের পর রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুসারে আপিল বিভাগের ঘোষিত রায় রিভিউ করা সুযোগ রয়েছে বলেও মত দিয়ে আসছেন তারা। একই কথা বলেছিলেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ও আসামিপক্ষের আইনজীবীরাও। তারাও সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে চূড়ান্ত রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করবেন- এমনটিই বলে আসছেন।

অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রিভিউ চলবে না বলে জানিয়ে দিলেও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও গণজাগরণ মঞ্চসহ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত বিভিন্ন মহল প্রয়োজনে আইন সংশোধন করে হলেও রিভিউ করে সাঈদীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন।

আপিল বিভাগের মঙ্গলবারের পূর্ণাঙ্গ রায়ে এখন স্পষ্ট হয়ে গেছে, আইন সংশোধনের প্রয়োজন নেই। দণ্ডপ্রাপ্ত ও আসামিপক্ষের পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুধু সাঈদী-কামারুজ্জামানই নয়, আগামীতে যেকোনো আপিল মামলার রায়ের রিভিউ চাইতে পারবেন।

সাধারণত সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুসারে আপিল বিভাগের ঘোষিত রায় রিভিউ করার সুযোগ রয়েছে। কিন্তু যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে এ নিয়ে বিতর্ক তৈরি হয় কাদের মোল্লার আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন গত বছরের ৫ ডিসেম্বর থেকেই। রায় কার্যকরের আগ মুহূর্তে ১০ ডিসেম্বর রাতে দু’টি রিভিউ আবেদন করেন কাদের মোল্লার আইনজীবীরা। এর পর ওই রাতেই ফাঁসি কার্যকর স্থগিত করে রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার জজ। পরদিন ১১ ও ১২ ডিসেম্বর দু’দিন ধরে রিভিউয়ের গ্রহণযোগ্যতা নিয়ে এবং মূল আবেদনের (অন পয়েন্ট) ওপর শুনানি গ্রহণ করেন পূর্ণাঙ্গ বেঞ্চ।

তবে সে সময়ও অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন এবং রিভিউ শুনানিতে বলেছিলেন, এ রিভিউ আবেদন গ্রহণযোগ্য নয়, চলে না। কারণ, সংবিধানের ৪৭(ক)(২) অনুচ্ছেদ অনুসারে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টে কোনো প্রতিকার চাইতে পারেন না।

১২ ডিসেম্বর দুপুরে আপিল বিভাগ রিভিউ খারিজ করে সংক্ষিপ্ত রায় দিলে ওই দিনই রাত ১০টা ১ মিনিটে কার্যকর করা হয় কাদের মোল্লার ফাঁসি।

মঙ্গলবার এ রায়েরই পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। তবে সংক্ষিপ্ত রায়ের কারণে গত প্রায় এক বছর ধরে এটা অস্পষ্ট ছিল যে, কাদের মোল্লার ক্ষেত্রে রিভিউ আবেদনের শুনানি নিলেও আপিল বিভাগে অন্য কোনো দণ্ডপ্রাপ্ত বা সরকারপক্ষের রিভিউ চলবে কি-না। পূর্ণাঙ্গ রায়ে এ বিতর্কের অবসান ঘটায় এখন সাঈদীর আপিল মামলা রায়েরও রিভিউ নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন আন্দোলনরত বিভিন্ন পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ আরও বলেছেন, ‘ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখলে এবং আসামিপক্ষ রিভিউ আবেদন করলে তার নিষ্পত্তি হওয়ার আগে ফাঁসি কার্যকর করা যাবে না’।

‘আপিল বিভাগের সর্বোচ্চ সাজার আদেশে বিচারিক আদালত (ট্রাইব্যুনাল) মৃত্যু পরোয়ানা পাঠালে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। তিনি স্বজনদের সঙ্গে দেখাও করতে পারবেন’।

‘তবে প্রাণভিক্ষার আবেদনের ক্ষেত্রে কারাবিধিতে উল্লেখিত ৭ বা ২১ দিনের সময়সীমা প্রযোজ্য হবে না’।

সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্ত কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াকে আরও বিলম্বিত করলেও ভবিষ্যতে সব পক্ষেরই পরিপূর্ণ আইনি অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি আরও নিশ্চিত করলো বলে মত আইনজ্ঞ ও আইনজীবীদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি