মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিশা দেশাইয়ের সাথে খালেদার একান্তে ৩০ মিনিট বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৪

khalada1

পূর্বাশা ডেস্কঃ : বিএনপি আগাম নির্বাচন চাইছে। তারা এক দিকে সরকারের সঙ্গে আলোচনা করতে চাইছে অন্য দিকে আন্দোলনের মাঠেও রয়েছে। তা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছেন, তিনি ও তার দল কি আগাম নির্বাচনের জন্য প্রস্তুত? হলে তা কতখানি। একটি নির্বাচনে অংশ নিতে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচনে যেতে হলে তাদের আর কতদিন সময় লাগতে পারে। পাশাপাশি নির্বাচনের ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা হলে বিএনপি কতখানি ছাড় দিবে এই সব বিষয়সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বেগম খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছেন। আর এই সব জানার চেষ্টা করেছেন তাদের আগামি দিনে উদ্যোগ ও সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়াও সরকারের সঙ্গে কথা বলার জন্যই। নিশা দেশাই বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠকে এই সব তথ্য জানতে চেয়েছেন বলে তার একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে। বেগম খালেদা জিয়ার কাছ থেকে এই সব বিষয় ছাড়াও তাদের অবস্থানও স্পষ্ট করেছেন। আগামি দিনের পরিকল্পনার কথাও বলেছেন।

ওই সূত্র জানায়, ম্যাডামের সঙ্গে তার এক ঘন্টা বৈঠক হবে সেটা আগে থেইে ঠিক ছিল। তিনি ম্যাডামের বাসায় যাওয়ার পর যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে ৪০ মিনিটের বৈঠক করেন। এরপর নিশা দেশাই খালেদা জিয়ার সঙ্গে আলাদা করে কথা বলতে চান। ওই সময়ে খালেদা জিয়া তার সঙ্গে থাকা নেতাদের বাইরে অপেক্ষা করার ইশারা দেন। নেতারাও বাইরে যান। এরপর তারা ৩০ মিনিট একান্ত বৈঠক করেন।
একান্ত বৈঠকের কথা জানিয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, বৈঠকের সময় আগে থেকেই ছিল। এরপরও দুই জনের মধ্যে একান্ত ৩০ মিনিটের বৈঠক হয়েছে পরে। তিনি বলেন, এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও তার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে একান্ত বৈঠক করেছিলেন। একান্ত বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।

সূত্র জানায়, নিশা দেশাই বেগম খালেদা জিয়াকে এটাও বলেছেন যে, আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আগে যেই অবস্থানে ছিলাম। এখনও সেই অবস্থান আছি। আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। হবেও না। যতক্ষণ না এই দেশে সব দলের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হবে। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। তিনি আরো বলেছেন, ডেমোক্রেসি ও ডেভলপমেন্ট দুটি একে অপরের হাত ধরেই হাঁটতে হবে। একটা ছেড়ে আর একটা এগুলে হবে না। সত্যিকারের গণতন্ত্র আসবে না। তিনি আরো বলেন, আমরা আশা করছি বাংলাদেশে দুটি এক সঙ্গেই চলবে।

সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার নির্বাচনের ব্যাপারে নিশা দেশাইকে জানান তারা আগামি নির্বাচনের জন্য প্রস্তুত। তারা সরকারের সঙ্গে এখন আলোচনার জন্য প্রস্তুত। সরকার আলোচনা করে সমস্যার সমাধান করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করলে তারা নির্বাচন করবে। তিনি নির্বাচনের ব্যাপারে কতখানি ছাড় দিবেন সেটাও বলেছেন।

এদিকে একান্ত বৈঠকে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে ওই বৈঠকের ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মুবীন চৌধুরী বলেন, আসলে ম্যাডামের সঙ্গে নির্ধারিত বৈঠক হয়েছে। একান্তে দুই নেতার কোন বৈঠক হয়নি।

বিএনপি চেয়ারপারসনের একটি ঘনষ্টি সূত্র একান্ত বৈঠক হওয়ার কথা স্বীকার করেছেন, এই ব্যাপারে তার মত জানতে চাইলে তিনি বলেন, আমরা বৈঠকর ব্যাপারে যা বলার বলেছি। এখন আর কিছুই বলতে চাই না। বলতে চান না গোপণীয়তা ফাঁস হওয়ার ভয়ে নাকি নিষেধ আছে, এই ব্যাপারেও তিনি বলেন, এটা বলবো না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি