সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উড়ন্ত মেসির প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৪

Barcalona_Team_banglanews24_925013068
স্পোর্টস ডেস্ক
লা লিগার ম্যাচে আজ রাতে মাঠে নামছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদেরই ঘরের মাঠ এস্তোদিয়ো দে মেস্তায়ায় আতিথ্য গ্রহণ করবে লুইস এনরিকের বার্সা। বাংলাদেশ সময় রাত দুইটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বার্সা তারকা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির গোল খরা কেটে গেছে। ক্লাবের ১১৫তম জন্মদিনটা ভ্যালেন্সিয়াকে হারিয়ে পালন করতে চান বলে জানিয়েছেন মেসি। কাতালান ক্লাবটির প্রাণভোমরা আগের দুই ম্যাচের করেছেন হ্যাটট্রিক। টানা দুই ম্যাচ হ্যাটট্রিক করে ভেঙেছেন লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও রয়েছে মেসির একটি অনবদ্য হ্যাটট্রিক। গত মৌসুমেই করেছিলেন সেটি।

অন্যদিকে, গোলের মধ্যই রয়েছেন বার্সার ব্রাজিল তারকা নেইমার। এছাড়া উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ গেলো ম্যাচে বার্সার হয়ে অভিষেক গোল করলেও দারুণ ফর্মে রয়েছেন।

ঘরের মাঠ হলেও এ মাঠে বার্সাকে গত ৭ ম্যাচে হারাতে পারেনি ভ্যালেন্সিয়া।

বার্সার হয়ে এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না ভারমালেন। ইনিয়েস্তাকেও দলে রাখতে পারেননি লুইস এনরিক। তবে, এ ম্যাচে থাকছেন এ মৌসুমে ভ্যালেন্সিয়া থেকে বার্সায় আসা জেরেমি ম্যাথিউ। সাবেক ক্লাবের বিপক্ষে কেমন খেলেন তিনি, সেটির উপরও নজর থাকবে বার্সা সমর্থকদের।

বার্সা কোচ লুইস এনরিক পূর্ণ তিন পয়েন্ট অর্জনের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন। তার ঘোষিত দলে আছেন স্টেগেন, ব্রাভো, আলভেজ, আদ্রিয়ানো, জরদি আলবা, বারত্রা, ম্যাথিউ, পিকে, মাসচেরানো, সার্জিও, জাভি, রাফিনহা, রেকিটিক, পেদ্রো, মুনির, নেইমার, সুয়ারেজ এবং মেসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি