সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কঠিন পরীক্ষা দিয়ে বার্সার জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৪

barsa_bg_376371800
স্পোর্টস ডেস্ক
লা লিগার ম্যাচে মাঠে নামে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদেরই ঘরের মাঠ এস্তোদিয়ো দে মেস্তায়ায় আতিথ্য গ্রহণ করে লুইস এনরিকের বার্সা। দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের শেষ দশ সেকেন্ডের ম্যাজিকে ১-০ গোলের জয় পায় বার্সা।

নেইমার-মেসি-সুয়ারেজকে সামনে রেখে বার্সা কোচ এনরিক তার শিষ্যদের শুরুর একাদশ হিসেবে মাঠে নামান। শুরু থেকেই নিজেদের পায়ে বল রাখলেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। ভ্যালেন্সিয়ার শক্ত ডিফেন্স ভেদ করতে বেশ বেগ পেতে হয় মেসি, নেইমারদের।

ম্যাচের ১১তম মিনিটে ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার রদ্রিগো মরেইনো গোলবারের ডানপাশ দিয়ে আক্রমণ করে বার্সার শিবিরে। রদ্রিগোর নেয়া জোড়ালো শটটি ঝাপিয়ে পড়ে রুখে দেন বার্সার গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভো। ম্যাচের ১৪তম মিনিটে ভ্যালেন্সিয়ার ডি-বক্সে নেইমার একটি বল থামিয়ে দিলে তাতে শট নেন সুয়ারেজ। কিন্তু উরুগুয়ে স্ট্রাইকারের নেয়া শটটি সরাসরি ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিয়েগো আলভেজের গায়ে লাগলে বার্সা সহজ সুযোগ নষ্ট করে।

ম্যাচের ২০ মিনিটের মাথায় দুই দলের খেলোয়াড়দের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ভ্যালেন্সিয়ার ডি-বক্সে বল নিয়ে দ্রুতগতিতে প্রবেশ করে ব্রাজিল অধিনায়ক নেইমার। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেখানে পড়ে যান তিনি। তাকে তুলতে এগিয়ে আসেন আর্জেন্টাইন ফুটবলার অতামেন্দি। নেইমার এ সময় মাথা দিয়ে অতামেন্দির মুখে আঘাত করেন। তাতেই বেধে যায় দুই দলের ধাক্কাধাক্কি। এ সময় ম্যাচের দায়িত্বে থাকা রেফারি বার্সার জেরার্ড পিকে আর ভ্যালেন্সিয়ার বারাগানকে হলুদ কার্ড দেখান।

প্রথমার্ধের বাকি সময়ে কোনো দল গোল না পেলে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। তবে, বিরতির কয়েক সেকেন্ড আগে বার্সার ডি-বক্সে বল নিয়ে আক্রমণ চালায় রদ্রিগো। ব্রাভোকে ফাঁকি দিলেও বল বার্সার জালের পাশ দিয়ে জড়িয়ে দেন প্রথমার্ধে অসাধারণ খেলা রদ্রিগো।

বিরতির পর আবারো আক্রমণ পাল্টা-আক্রমণে খেলা শুরু করে দুই দল। ৪৯ ও ৫১ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়া দুইবার বার্সার ডি-বক্সে আক্রমণ করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচের ৫৭তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করলেও তা ভ্যালেন্সিয়ার গোলবারের পাশ দিয়ে বাইরে পাঠিয়ে দেন সুয়ারেজ। এর এক মিনিট পরেই আবারো সুয়ারেজ গোলের সুযোগ নষ্ট করেন। পরের মিনিটেই কর্নার থেকে গোলের সুযোগ নষ্ট করেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার মুস্তাফি। বার্সা গোলরক্ষক পরাস্ত হলেও এ যাত্রায় দলকে বাঁচান পিকে।

৬৯ মিনিটের মাথায় মেসি বল বাড়িয়ে দেন নেইমারকে। নেইমার তা বাড়িয়ে দেন সুয়ারেজকে। ভ্যালেন্সিয়ার জালে বল জড়াতে ভুল করেননি সুয়ারেজ। কিন্তু অফসাইটের খড়গে পড়ে বার্সার হয়ে দ্বিতীয় গোলের স্বাদ নিতে পারেননি সুয়ারেজ।

৭২তম মিনিটে নেগরেদো আর ফেগুইলির একটি প্রচেষ্টা রুখে দেন বার্সার গোলরক্ষক ব্রাভো। দারুণ ভাবে পা দিয়ে বল আটকিয়ে নিশ্চিতভাবে হওয়া গোল থেকে দলকে রক্ষা করেন ব্রাভো। ৭৮ মিনিটের মাথায় আবারো বার্সার ডি-বক্সে আক্রমণ শানায় ভ্যালেন্সিয়া। গায়ার ক্রস থেকে বাঁপায়ের জোড়ালো শট নেন নেগরেদো। এবারো দলকে গোলের হাত থেকে রক্ষা করেন পুরো ম্যাচে অসাধারণ দায়িত্ব পালন করা বার্সার গোলরক্ষক ব্রাভো।

ম্যাচের ৮০তম মিনিটে এনরিক জাভি এবং সুয়ারেজকে মাঠ থেকে তুলে তাদের বদলি হিসেবে মাঠে পাঠান পেদ্রো আর রাফিনহাকে। ম্যাচ শেষের এক মিনিট আগে মেসির একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডাররা।

আর ম্যাচ শেষ হওয়ার দশ সেকেন্ড আগে বার্সা তাদের জয়সূচক গোলের দেখা পায়। জাভির তুলে দেওয়া বলে হেড করেন নেইমার। কিন্তু নেইমারের হেড রুখে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেজ। রুখে দিলেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। বল গিয়ে পড়ে বাসকুয়েটসের পায়ে। আর ডান পায়ের জোড়ালো শটে স্বাগতিকদের কাঁদিয়ে গোল আদায় করে নেন বার্সার হয়ে ১৪ মাস পর গোল করা বাসকুয়েটস। এ সময় বার্সা ফুটবলারদের নিত্যদিনের চেয়ে বেশি আনন্দ উৎযাপন করতে দেখা যায়।

এ ম্যাচে জয়ের ফলে কয়েক ঘণ্টার জন্য অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থান হারালেও আবার তা ফিরে পেল মেসি-নেইমাররা। ১৩ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে চলে গেল দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো। আর সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৩১। দুই পয়েন্ট এগিয়ে বার্সার উপরে রয়েছে আরেক স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি