মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কারাগারে বিষন্নতায় সময় কাটছে লতিফ সিদ্দিকীর


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৪

front-latif-siddique-caricature1

পূর্বাশা ডেস্কঃ

কারাগারের ২৬ নম্বর ডিভিশন সেলে বিষণœ মনে সময় পার করছেন লতিফ সিদ্দিকী। কারারক্ষী ও বন্দিদের সঙ্গে তেমন একটা কথা বলছেন না। এছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারেও কোনো অগ্রহ নেই তার। গ্রেপ্তারের পরদিন তার সঙ্গে স্বজন ও আইনজীবীরা সাক্ষাৎ করে শুকনো খাবার ও কাপড় সরবরাহ করেছেন। তবে গত দুদিনে তার সঙ্গে কেউ দেখা করেননি। কারা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, কারাগারের একাকিত্ব সময় পার করছেন বই আর পত্রিকা পড়েই। কখনও খুলে বসছেন টেলিভিশন। খাচ্ছেন কারা কর্তৃপক্ষের সরবরাহ করা খাবার। লতিফ সিদ্দিকী এমপি হিসেবে প্রথম শ্রেণির বন্দির সুবিধা ভোগ করছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন। গতকাল সকালে তাকে কারাগার থেকে সরবরাহ করা আটার রুটি ও সবজি-ডাল দিয়ে নাস্তা দেওয়া হয়। দুপুরে তাকে কারাগারের খাবারই খেতে হয়েছে। রুই মাছ, ডাল, সবজি দিয়েই দুপুরের খাবার সেরেছেন তিনি। এর আগে সকালে ঘুম থেকে ওঠার পর কারা হাসপাতালের একজন চিকিৎসক সাবেক এ মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এর পর চিকিৎসক জানান, লতিফ সিদ্দিকী সুস্থ আছেন।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ নিয়ে অবমাননাকর মন্তব্য করেন এক সময়ের প্রতাপশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়। আন্দোলনের ঘোষণা দেয় হেফাজতে ইসলামসহ ধর্মপন্থি ইসলামী দলগুলো। রাজধানী ঢাকাসহ সারা দেশের ১৮টি জেলায় তার বিরুদ্ধে ২৪টি মামলা হয়। এরপর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। বহিষ্কার করা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকেও। এ ঘটনার পর লতিফ সিদ্দিকী যুক্তরাষ্ট্র থেকে ভারতের কলকাতায় গিয়ে অবস্থান করেন। গত রোববার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হঠাৎ করেই ঢাকায় হাজির হন তিনি। এরপর দুদিন অজ্ঞাতবাসে থাকার পর মঙ্গলবার দুপুরে ধানমন্ডি থানায় গিয়ে আÍসমর্পণ করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি