সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রেকর্ড গড়ে রিয়ালের জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৪

helasa_bg_746004786
স্পোর্টস ডেস্ক
লা লিগার ম্যাচে এস্তোদিয়ো লা রোসালেদা স্টেডিয়ামে স্বাগতিক মালাগার বিপক্ষে মাঠে নেমেছিল স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রেকর্ড টানা ১৬টি ম্যাচ জিততে ২-১ গোলের জয় পায় রিয়াল।

টানা ১৬টি জয় নিয়ে ক্লাবের ইতিহাস সৃষ্টি করতে রিয়ালের শুরুর একাদশে মাঠে নামেন ইকার ক্যাসিয়াস, কারভাজেল, পেপে, রামোস, মার্সেলো, ইসকো, ক্রুস, রদ্রিগেজ, বেল, বেনজেমা আর রোনালদো। রিয়াল কোচ কার্লোস আনচেলত্তি তার শিষ্যদের ৪-৩-৩ এর পুরোনো ফরমেটে খেলাতে থাকেন।

ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল রিয়ালের। ওয়েলস তারকা গ্যারেথ বেলের দারুণ একটি ক্রস থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু স্বাগতিক গোলরক্ষক কামেনির দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় মালাগা।

পরের মিনিটেই পাল্টা আক্রমণে গোল করার সুযোগ পেয়েছিল মালাগা। দলের প্যারাগুয়ের তারকা সান্তা ক্রুজের দারুণ একটি হেড রুখে দেন রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস।

ম্যাচের ১৮তম মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। গোলবারের ডান পাশ দিয়ে বল নিয়ে মালাগার ডি-বক্সে ঢোকা রোনালদো সতীর্থ করিম বেনজেমার দিকে বল বাড়িয়ে দেন। ফরাসি তারকা বেনজেমা তার ডান পায়ের আলতো টোকায় বলের দিক পরিবর্তন করতে ভুল করেননি। ফলে, রিয়াল ১-০ গোলের লিড নেয়।

ম্যাচের ২৪ মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মালাগা। ২৫ গজ দূর থেকে নেয়া দার্দারের একটি শট রুখে দিলেও ক্যাসিয়াস তা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কিন্তু রিয়াল গোলরক্ষকের কপাল ভালো যে বলটি গোলবারের পাশ দিয়ে বের হয়ে যায়।

৪০ মিনিটের মাথায় ওয়েলস তারকা বেল বল পেয়ে একাই মালাগার ডি-বক্সে ঢুকে পড়েন। কিন্তু এগিয়ে এসে বল ক্লিয়ার করেন মালাগা গোলরক্ষক কামেনি। দুই মিনিট পরেই মালাগার তারকা দুদার নেয়া একটি জোড়ালো ফ্রি-কিক রিয়ালের গোলবারে লেগে বাইরে চলে যায়।

ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় বেলের বাম পাশ দিয়ে ভাসানো বলে রোনালদো তার বিখ্যাত বাইসাইকেল কিক নিলে তা গোলবারের পাশ দিয়ে বেরিয়ে যায়। এর চার মিনিট পরেই রোনালদোর আবারো ম্যাজিক। এবার তিনি বল বাড়িয়ে দেন ইসকোকে লক্ষ্য করে। ফাঁকায় বল পেয়েও মালাগার গোলরক্ষক কামেনির দৃঢ়তায় গোল করতে পারেননি ইসকো।

৬০তম মিনিটে সান্দারল্যান্ডের রেসিও ৩০ গজ দূর থেকে রিয়ালের জালে শট নেন। তার শটটি রুখে দেন ক্যাসিয়াস। কিন্তু আবারো তার হাত ফসকে বল বেরিয়ে যায়। এবারো তার কপাল ভালো যে মালাগার আরেক খেলোয়াড় বলের দখল নেওয়ার আগেই ক্যাসিয়াস বল দখলে নেন।

এরপরও সমতায় ফিরতে মরিয়া মালাগা ঘরের মাঠে সমর্থকদের সমর্থন নিয়ে বেশ ভালোই আক্রমণ শানাচ্ছিল রিয়াল শিবিরে। ছোট ছোট পাসে তারা রিয়ালের ডিফেন্স ভেদ করতে চেয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি স্বাগতিকদের।

ম্যাচের ৬৮তম মিনিটে দার্দারের কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন সান্দারর‌্যান্ডের তারকা সান্তা ক্রুজ। কিন্তু এবারো তিনি গোলবঞ্চিত হন। তার নেয়া হেড থেকে বল গোলবারের অল্প উপর দিয়ে চলে যায়। এছাড়া বেশ কয়েকবার ফাঁকায় বল পেয়েও মালাগার স্ট্রাইকাররা ভালো ফিনিসিংয়ের অভাবে গোল থেকে বঞ্চিত হন।

ম্যাচের ৭৬তম মিনিটে বেলের বাড়ানো বলে মালাগার ডিফেন্ডাররা পা লাগাতে ব্যর্থ হলে অনেকটা ফাঁকার মাঝে রোনালদো বল পান। কিন্তু রোনালদোর নেয়া শট কামেনি ডানপাশে ঝাপিয়ে চমৎকার ভাবে রুখে দেন। এর চার মিনিট পরে মালাগার সান্তা ক্রুজের আরেকটি শট ক্যাসিয়াসের হাত ফসকে বের হয়ে যায়। কিন্তু দিনের তৃতীয়বারের মতো তিনি ভাগ্যজোড়ে বেঁচে যান।

৮৩তম মিনিটের মাথায় রিয়ালকে আরো এগিয়ে দেন গ্যারেথ বেল। প্রায় মাঝমাঠ থেকে বল পাওয়া রোনালদো হেড করে বেলের দিকে বল পাঠিয়ে দেন। আর তা থেকে গোল করেন বেল। এর তিন মিনিট পের রিয়াল পরিণত হয় দশ জনের দলে। ইসকো লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।

ম্যাচের ৮৭তম মিনিটে মালাগার জুয়ানপি একটি ফ্রি-কিক নিলে বামদিকে ঝাপিয়ে পড়ে তা আটকিয়ে দেন ক্যাসিয়াস। ফলে পেতে পেতেও গোলের দেখা মেলেনি মালাগার।

দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে মালাগার হয়ে একমাত্র গোলটি করেন পুরো ম্যাচে অসাধারণ খেলা সান্তা ক্রুজ। আর্থার বোকার তুলে দেওয়া বলে হেড করে ক্যাসিয়াসকে এবারে পরাস্ত করেন ক্রুজ।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে টানা ১৬টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/345006.html#sthash.IOrVim89.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি