সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লিভারপুল-ম্যানইউ-আর্সেনালের জয়, চেলসির ড্র


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৪

index-----
পূর্বাশা ডেস্কঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে লিভারপুল, ম্যানচেষ্টার ইউনাইটেড ও আর্সেনাল। অপর দিকে টানা তিন জয়ের পর সান্ডারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চেলসি।

শনিবার রাতে স্টোক সিটির বিপক্ষে লিভারপুলের জয়টি ১-০ গোলের। ম্যাচের শেষ মুহূর্তে (৮৫তম মিনিটে) দলের হয়ে একমাত্র গোলটি করে লিভারপুলকে জয় এনে দেন ডিফেন্ডার গেন জনসন। সব ধরনের প্রতিযোগিতায় চলতি মাসে লিভারপুলের এটিই প্রথম জয়।

index---
অন্য ম্যাচে, ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হাল সিটির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ম্যানইউয়ের হয়ে গোল করেছেন ক্রিস স্মলিং, ওয়েইন রুনি ও রবিন ফন পার্সি।

ক্রিস স্মলিংয়ের গোলে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। এরপর বিরতির আগ মুহূর্তে ব্যবধান বাড়ান অধিনায়ক ওয়েইন রুনি। ম্যাচের ৬৬তম মিনিটে দারুণ এক গোল করে হাল সিটির বিপক্ষে বড় জয় নিশ্চিত করে রবিন ফন পার্সি।
এই জয়ে ১৩ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট হলো ২২।

arsenal_59770
অপর ম্যাচের ওয়েস্ট ব্রমকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও ম্যাচের ৬০তম মিনিটে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে নেন ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেক। শেষ পর্যন্ত এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

এই জয়ে ১৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট হলো ২০।

index
অন্যদিকে, টানা তিন জয়ের পর হোঁচট খেয়েছে লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চেলসি। গত রাতের খেলায় নিচের সারির দল সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হোসে মরিনহোর দল।

সান্ডারল্যান্ডের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের অধিকাংশ সময় বল নিজের দখলে রাখলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি ফেব্রিগাস-অস্কার-কস্তারা। বেশ কিছু সুযোগ সৃস্টি করেও গোল তুলে নিতে পারেনি লিগের শীর্ষ দলটি। ফলে শেষ পর্যন্ত হতাশার ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মরিনহোর দলকে।

এই ড্রতে ১৩ ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত থাকা চেলসির পয়েন্ট ৩৩।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি