শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদা-তারেক মাইনাস করে নির্বাচন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৪

খালেদা-তারেক

ডেস্ক রিপোর্ট : সরকারের মন্ত্রী ও দলের নেতারা আগাম নির্বাচনের সকল সম্ভাবনা উড়িয়ে দিলেও এখনও নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এই নির্বাচন হতে পারে ২০১৫ সালের মধ্যেই। এই জন্য সরকারের নীতি নির্ধারকদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন কাজ করছেন। এরমধ্যে অন্যতম কাজ হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান তারেক রহমানকে নির্বাচন থেকে মাইনাস করা। এই জন্য যে কোন মামলায় অন্তত তাদের দুই বছরের শাস্তি হলেই তারা নির্বাচনের বাইরে থাকবেন। এটা সম্ভব না হলেও কেমন করে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা যায় সেই সব বিষয়ও বিবেচনায় রয়েছে। সরকার তাদেরকে বাইরে রাখার বিষয়টি নিশ্চিত করতে চাইছে। তারেক রহমানকে সরকার দেশে ফিরতে দিবে না। খালেদা জিয়ার ব্যাপারে বিকল্প ব্যবস্থা নিবেন। এটা যত দ্রুত করা সম্ভব হবে নির্বাচন তত দ্রুত হবে। এটা না হলে সরকার কোন কারণেই ও কোন চাপের কারণেই আগাম নির্বাচন দিবে না। এটা নিশ্চিত হলে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে।

সূত্র জানায়, ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে দেশের মানুষ, আন্তর্জাতিক পরিমন্ডলে সব জায়গায়ই প্রশ্ন রয়ে গেছে। এনিয়ে সমালোচনাও রয়েছে। এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাম নির্বাচনের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ক্ষমতায় থাকলেও নিশ্চিন্ত ও স্বস্তিতে নেই। নানা দিকের চাপে রয়েছেন। সেটা ক্রমশ কমিয়ে আনার চেষ্টা করছেন। সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেই আগাম নির্বাচন করবেন। তবে তার কোন ভাবেই ইচেছ নেই খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে নির্বাচন করে তাদের ক্ষমতায় আসার পথ নিশ্চিত করা। জঙ্গীবাদের প্রসার ঘটানো। মানবতাবিরোধী অপরাধীরা আবারও পুনর্বাসিত হোক। এটা তিনি করতে চান না। তাদের ক্ষমতা থেকেই বাইরে রাখতে সব উদ্যোগ নিচ্ছেন। আগাম নির্বাচন দিলেও যাতে আবারও আওয়ামী জোট ক্ষমতাসীন হয় তিনি সেই পরিবেশ পরিস্থিতি নিশ্চিত করেই নির্বাচন করবেন। সেই হিসাবে তার প্রথম পরিকল্পনা রয়েছে মার্চ থেকে নভেম্বরের মধ্যে নির্বাচন করা। কোন কারণে না হলে সেটা পিছিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ট একটি সূত্র জানায়, সরকারের সিনিয়র মন্ত্রীরা নির্বাচনের পক্ষে নন। তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে চান। তাদের অনেকেরই ভয় একবার মন্ত্রিসভা থেকে বাদ পড়লে যদি আর একবার মন্ত্রী হতে না পারেন। এই কারণে তারা পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার পক্ষে। সিনিয়র নেতাদেরও বেশির ভাগই তাই চাইছেন। তবে ব্যতিক্রম দলের তরুণ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তারা মনে করছেন সরকার সব দিক নিজেদের অনুকূলে এনে একটি নির্বাচন দিলে আওয়ামী লীগ আবারও ক্ষমতাসীন হবে। তখন পাঁচ বছর মেয়াদ পূরণ করতে পারবে। উন্নয়নের ধারা ধরে রাখলে আবার ক্ষমতাসীন হতে পারবে। আর এখন পাঁচ বছর এই সরকার নিয়ে ক্ষমতায় থাকলে আবারও ক্ষমতায় আসার সুযোগ হারাবে। দুই প্রজšে§র নেতাদের বিষয়টি শেখ হাসিনা ভেবে দেখেছেন। এই কারণেই তিনি মুখে আর নির্বাচন করবেন না বললেও তার পরিকল্পনা রয়েছে একটি আগাম নির্বাচন করার। সময়টা ঠিক চূড়ান্ত করতে পারেননি এখনও।

এদিকে সিনিয়র নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ সব সময় বলে আসছেন নির্বাচন সময় মতো হবে। তিনি সোমবারও বলেছেন, খালেদা জিয়া আপনি প্লেন মিস করেছেন। সময়মতো ডায়ালগে বসেননি। এখন রোজ তদবির করছেন সংলাপের জন্য। আমরা বলেছি, আপনাকে অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, মনে রাখবেন, শিডিউল অনুযায়ী ২০১৯ সালের ১৯ জানুয়ারির পূর্বে ৯০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, তার আগে নয়। বিদেশি রাষ্ট্রদূত বলেছে, বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে। খালেদা জিয়া হাওয়া ভবনে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। এতিমের টাকা লুটপাট করেছেন। যারা এতিমের টাকা আত্মসাৎ করেন, তারা দেশ চালাবেন কীভাবে?

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকও বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। আগাম নির্বাচন হবে না। বিএনপি যদি এমন স্বপ্ন দেখে সেটাও তাদের ভুলে যেতে হবে। কারণ সংবিধানের বাইরে সরকার যাবে না। আর নির্বাচন নিয়ে কোন পরিবর্তনও আসবে না। সেটা না আসলেতো বিএনপি নির্বাচনে আসবে না। তাহলে আবার নির্বাচন করে কি লাভ হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি