সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সেরার লড়াইয়ে মেসি, রোনাল্ডো ও ন্যুয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৪

image_108716_0

জুরিখ: ফিফা ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার জায়গা পেয়েছেন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা সোমবার রাতে ঘোষণা করা হয়েছে।

মেসি ও রোনাল্ডো যে সেরা তিনে জায়গা করে নিবেন সেটা আগেই জানা গিয়েছিল। সেইসঙ্গে যোগ হলো জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ন্যুয়ারের নাম।

২০০৯-২০১২ টানা চারবাবের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসি গত বছর বার্সেলোনার হয়ে কোনো ট্রফি জিততে না পারলেও মৌসুমে ব্যাক্তিগতভাবে নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন । বিশ্বকাপেও দলকে একক নৈপুণ্যে ফাইনালে তুলে ব্যালন ডি’অরের দাবি জোরালো করেছেন এলএম টেন। এছাড়া গত সপ্তাহে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পথে দু’দুটি হ্যাটট্রিক করে নিজেকে আবার আলোয় নিয়ে আসেন আর্জেন্টিনার এই ক্ষুদে জাদুকর।

গত বছরের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এর আগে ২০০৮ সালেও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেন। গত মৌসুমে একক নৈপুণ্যে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পথে প্রতিযোগিতার এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সিআর সেভেন। এরপর বিশ্বকাপে নিস্প্রভ থাকলেও লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে স্বরুপে ফেরেন এই পর্তুগিজ সুপারস্টার। চলতি মৌসুমের লা লিগার ১১ ম্যাচ ১৭ গোল করা রোনাল্ডো ইতোমধ্যেই সব মিলিয়ে করে ফেলেছেন ২১ গোল। ফলে ব্যালন ডি’অরের দৌড়ে তিনি অনেকটা এগিয়ে আছেন।

মেসি-রোনাল্ডোর চেয়ে পিছিয়ে নেই ম্যানুয়েল ন্যুয়ারও। গত মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ন্যুয়ারের।।আর ব্রাজিল বিশ্বকাপে ন্যুয়ারের পারফরম্যান্স ছিল ‘দুর্দান্ত’।। গোলপোস্টের নিচে দারুণ নৈপুণ্যে দেখিয়ে জিতে নেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার।

কে পাবেন এবারের ব্যালন ডি’অর? উত্তর পেতে আগামী ১২ জানুয়ারি পর্যেন্ত অপেক্ষা করতে হবে। তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১২ জানুয়ারি। ঐদিনই সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে।  -ওয়েবসাইট



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি