শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ম্যান ইউয়ের আকাঙ্ক্ষিত জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

Manchester_bg_586709725
স্পোর্টস ডেস্কঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্টোক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার উইনাইটেড। শুরুর দিকে খেই হারিয়ে ফেলা লুইস ফন গালের শিষ্যরা এ ম্যাচে স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়েছে।

৭৫ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে ফেভারিট হিসেবে মাঠে নামে ম্যান ইউ। তবে, ফন গাল এ ম্যাচে মাঠে নামাতে পারেননি ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক ওয়েইন রুনি এবং আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে। এ ম্যাচে অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন রবিন ফন পার্সি।

ম্যাচের ২১ মিনিটের মাথায় ডি মারিয়ার জায়গায় খেলতে নামা আন্দ্রে হেরেরার জাদুকরী এক ক্রস থেকে গোল করেন মারোয়ানে ফেল্লাইনি। তবে, ১-০ গোলের লিডে এগিয়ে থাকা ম্যান ইউকে ভয় ধরিয়ে দিয়ে ম্যাচের ৩৯তম মিনিটে সমতায় ফেরে অতিথি হিসেবে খেলতে নামা স্টোক সিটি। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন স্টিভেন এনজোনজি।

প্রথমার্ধে ১-১ গোলের সমতা রেখে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে জুয়ান মাতা স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এবারো আন্দ্রে হেরেরার অ্যাসিস্ট। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।

আর এ জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানটি দখলে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ১৪ ম্যাচে সাতটি জয় নিয়ে তাদের অর্জিত পয়েন্ট ২৫। আর এক ম্যাচ কম খেলে অপরাজিত হিসেবে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে চেলসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি