শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাবার পথ ধরে হাটছেন মেয়র পুত্র সরোয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৪

monjor son saroyar
পূর্বাশা ডেস্কঃ
এম মনজুর আলম। বনেদি ব্যবসায়ী। সদা হাস্যোজ্জ্বল। সারল্য যেন তার অলংকার। ১৯৯৪ সাল থেকে টানা ১৭ বছর ছিলেন ওয়ার্ড কাউন্সিলর। ২০১০ সালে নির্বাচিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। খুব সহজে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের বুকে টেনে নেয়ার বিরল গুণ আছে এ নেতার।গুণী পিতার পথ ধরেই হাঁটতে চান সন্তান মোহাম্মদ সরোয়ার আলম। বাণিজ্যে অস্ট্রেলিয়া থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া সরোয়ার হাল ধরেছেন পারিবারিক ব্যবসার। যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও।

বাংলানিউজের সঙ্গে কথা হয় এ তরুণ ব্যবসায়ীর। নিজ কার্যালয়ে বসে আলাপচারিতায় জানালেন রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছের কথা। জানালেন দেশকে নিয়ে তার স্বপ্নের কথা। আলাপচারিতায় উঠে সমাজসেবক-রাজনীতিক বাবাকে নিয়ে তার না বলা নানা প্রসঙ্গও।

রাজনীতি করবেন, তবে এখনই নয়
বেড়ে উঠা রাজনৈতিক পরিবারে। দাদা ছিলেন আমৃত্যু আওমালীগের সভাপতি। বাবা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। চাচাত ভাই সংসদ সদস্য। তিনি রাজনীতির বাইরে থাকেন কি করে? তবে এখনই নয়। আরও সময় নিয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছের কথা জানালেন সরোয়ার আলম।

বললেন,‘পরিবারের সবাই ব্যবসার সঙ্গে যুক্ত। রাজনীতির মাঠেও সবাই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। দাদা আবদুল হাকিম আমৃত্যু ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বাবাও ১৭ বছর আওয়ামী লীগের সমর্থনে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। নবম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে বিএনপি’র সমর্থনে মেয়র নির্বাচিত হন। ২০১২ সালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হন তিনি। চাচাতো ভাই দিদারুল ‍আলম আওয়ামী লীগের টিকিটে সীতাকুন্ড থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এর সঙ্গে যুক্ত হওয়ার একটা মনোবাসনাতো আছেই।’

তবে রাজনীতিতেই এখনই নয়, সময় নিতে চান আরও কিছুদিন। কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তৃণমূলে ভিত আরও শক্ত করতে চান, তা তার কথাতেই উঠে আসে।

তিনি বলেন,‘রাজনীতিতে এখনই সস্পৃক্ত হতে চাই না। আরও সময় নিতে চাই। তবে বাবা বিএনপির নেতা হওয়ায় কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। অনেকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণও জানাচ্ছেন। রাজনীতিতে যুক্ত না হলেও মোস্তাফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ফাউন্ডেশনের আওতায় ৪২টি প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের সভাপতি ও উত্তর কাট্টলী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।’

দাদার পথ ধরে আওয়ামী লীগ, না বাবার পথ ধরে বিএনপির সঙ্গে যুক্ত হবেন? বাংলানিউজের এমন প্রশ্নের জবাবে সরোয়ার আলম বলেন,‘এটা গোপন থাকুক’। তবে বাবার পথ ধরেই যে হাঁটবেন তার ইঙ্গিত দিলেন তিনি।

রাজনীতিতে তরুণ প্রজন্মের উত্থানকে স্বাগত জানান তরুণ এ ব্যবসায়ী। তিনি বলেন,‘নতুন প্রজন্মের অনেকেই রাজনীতিতে আসছেন। এখন অনেকে মন্ত্রীও হয়েছেন। এটি ভালো দিক। নতুনদের আসা উচিত। ডিজিটাল বাংলাদেশের যে ধারণার কথা বলা হচ্ছে এটা বাস্তবায়ন করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। কারণ পুরনোরা এক ধাঁচের রাজনীতি করেছেন। তরুণরা ভিন্ন ধাঁচের রাজনীতি করছেন।’

মেয়র নয়, এমপি হওয়ার স্বপ্ন ছিল মনজুর আলমের

আলাপচারিতায় বাবার সুপ্ত আক্ষেপের কথাও জানাতে ভুললেন না মেয়র পুত্র সরোয়ার। তিনি বলেন,‘বাবার প্রথম থেকে শখ ছিল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। বাবা এখনও বলেন, আমার একটাই অপূর্ণ শখ। আমি এমপি হতে পারিনি। আব্বা শুরু থেকে সংসদ সদস্য হতে চেয়েছিলেন। স্বতন্ত্র থেকে নির্বাচনও করেছিলেন, তবে পরাজিত হয়েছিলেন। ১৯৯৬ সালে বাবাকে বলা হয়েছিল, পরের বার নগরীর ৯নং আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে।’

২০১০ সালে বিএনপির টিকেটে মেয়র নির্বাচিত হয়েছিলেন এম মনজুর আলম। এবারও বিএনপি থেকে মনোনয়ন নিয়ে তার পিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না?

মেয়র পুত্র বললেন,‘‘বিএনপির সমর্থন পেলে বাবা অবশ্যই নির্বাচন করবেন। বিএনপি যদি যোগ্য মনে করে তাহলে বাবাকে সমর্থন দেবে। না হয় দেবে না। রাজনীতি কিন্তু আমাদের পেশা না। অনেকে এটাকে পেশা হিসেবে নেন। আমরা রাজনীতি করি জনকল্যাণের জন্য। জোর করে সমর্থন নিতে হবে এমনও না। আগেও কোন সময় বাবা এরকম করেননি। এবারও করবেন না।’

তদবিরে নেই মেয়র পরিবার

পিতা মেয়র। পুত্র কিংবা পরিবারের কেউ তদবির বাণিজ্য করবেন না বাংলাদেশের প্রেক্ষাপটে তা যেন অস্বাভাবিক বিষয়। কিন্তু ব্যতিক্রম চট্টগ্রামের মনজুর আলমের পরিবার। কোন তদবিরে না জড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

সরোয়ার আলম বললেন,‘‘বাবা মেয়র নির্বাচিত হওয়ার সাড়ে চার বছরে মাত্র একবার নগর ভবনে গিয়েছিলাম। তাও বাবার সঙ্গে কোথায় যেন দাওয়াত ছিল। আব্বাকে নিতে গিয়েছিলাম। আমি বা আমার ভাই বা পরিবারের কেউ কোন তদবির নিয়ে নগর ভবনে গেছে এটা কেউ বলতে পারবে না। আব্বা যেদিন নির্বাচিত হয়েছিলেন, সেদিনই বলে দিয়েছিলেন কর্পোরেশন সংক্রান্ত কোন বিষয়ে যেন পরিবারের কারো কাছে না শুনি। লোকজন কেউ বলতে পারবে না সিটি কর্পোরেশন থেকে আমরা পাঁচ টাকার সুযোগ সুবিধা নিয়েছি বা আমার বাবা নিয়েছে।’

বললেন চট্টগ্রামের সমস্যা-সম্ভাবনার কথাও

আলাপচারিতায় উঠে আসে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথাও। এ তরুণ শিল্প উদ্যোক্তা জানান,‘গ্যাস সংযোগ বন্ধ রাখায় নতুন শিল্প কারখানা স্থাপন করা যাচ্ছে না। গ্যাস না থাকায় চট্টগ্রামে শিল্পের প্রসারে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।’

তিনি বলেন,‘কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে পরিবেশ বান্ধব দুইটি অটোব্রিকস কারখানা স্থাপন করেছি। গ্যাস সংযোগ না থাকায় কয়লা দিয়ে ইট তৈরি করতে হচ্ছে। এতে করে প্রতি ইটে একটাকা বেশি উৎপাদন খরচ পড়ছে।’

বন্দরের উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানান মোস্তাফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এ পরিচালক। তিনি বলেন,‘অস্ট্রেলিয়ায় দেখেছি দেড়, দুই লাখ টনের লোহা বোঝাই জাহাজ সরাসরি বন্দরে খালাস করতে পারে। কিন্তু চট্টগ্রাম বন্দরে সিমেন্ট তৈরির কাঁচামাল ১৫ হাজার টনের বেশি হলে বহির্নোঙরে খালাস করতে হয়। যাতে দুর্ঘটনার পাশাপাশি লাইটারেজ ভাড়ায় বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। কর্ণফুলী নদী ড্রেজিং করা হলে সরাসরি বন্দরে খালাস করা যেত।’

জনগণের বাসস্থান নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু আবাসন খাতে দেশে যে সুদে ঋণ দেওয়া হয় সে সুদহারে আবাসন সম্ভব নয় বলে মনে করেন মোস্তাফা হাকিম হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক সরোয়ার আলম। তিনি বলেন,‘যুক্তরাষ্ট্রে এখন মাথাপিছু আয় ৩০ হাজার ডলারের বেশি। সেখানে এখন সুদের হার বেশি, তার পরও তা ৬ শতাংশ। অথচ বাংলাদেশে সুদের হার ১৪ শতাংশের নিচে কোনভাবেই নয়।’

অবিক্রিত ফ্ল্যাটগুলো বিক্রি করতে সহজ শর্তে ঋণ ও সুদের হার কমানোর দাবি জানান এ আবাসন ব্যবসায়ী।

বিমান বন্দর প্রসঙ্গে সরোয়ার আলম বলেন,‘চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বিমানবন্দর আছে কিন্তু তা শতভাগ ব্যবহার হচ্ছে না। পশ্চিমা দেশের সঙ্গে সরাসরি কোন যোগাযোগ নেই। চট্টগ্রামকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে চাইলে সরকারকে সর্বপ্রথম চট্টগ্রামের সঙ্গে বিভিন্ন দেশের সংযোগ স্থাপন করতে হবে।’

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সপ্তাহে অন্তত একটি ফ্লাইট চালুর ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তরুণ এ ব্যবসায়ী।

সরোয়ার আলম বলেন,‘চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। সে সম্ভাবনা চট্টগ্রামের রয়েছে। অথচ পর্যটনের দিক দিয়ে চট্টগ্রাম অনেক পিছিয়ে। বিদেশের তুলনায় এখানে থ্রি স্টার মানেরও কোন হোটেল নেই।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনের কাজ শ্লথ গতিতে চলছে দাবি করে তা দ্রুত শেষ করা উচিত বলে মনে করেন তিনি।

তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন অনুমতি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার দাবি জানান তরুণ এ শিল্প উদ্যোক্তা। তিনি বলেন,‘বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এখানে সুযোগ যেমন আছে, অসুবিধাও আছে। আমলাতান্ত্রিক জটিলতায় তরুণ উদ্যোক্তাদের প্রথমে হোঁচট খেতে হয়। অনুমতির বিষয়গুলো আরও একটু সহজ করে ওয়ান স্টপ সার্ভিস করা দরকার। যেমন একটা কোম্পানি খুলতে চাইলে ট্রেড লাইসেন্সের জন্য সিটি কর্পোরেশন যেতে হয়। নিবন্ধনের জন্য আরেক জায়গায় যেতে হয়।’

নামে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হলেও কাজে নয় বলে দাবি করেন তিনি।

সরোয়ার আলম বলেন,‘বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পর্যায়ে চট্টগ্রামের যারা আছেন তাদের উদ্যোগী হতে হবে। প্রত্যেক সরকারের সময়ে চট্টগ্রাম থেকে চার-পাঁচজন মন্ত্রী থাকেন। সে হিসেবে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি।’
সরকারে চট্টগ্রামের যিনিই থাকেন না কেন তাকে চট্টগ্রামের অধিকার আদায়ে আরও সচেষ্ট হওয়া দরকার বলে মনে করেন এ তরুণ উদ্যোক্ত‍া। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/346071.html#sthash.za71vZsx.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি