শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিশা দু’আনা হলে সুজাতা কি চার’আনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৪

1234

পূর্বাশা ডেস্কঃ
: ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ নেতা ও কতিপয় মন্ত্রীদের সবসময় একটি অন্তর্নিহিত ভীতি তাড়া করে ফিরছে এবং এর ফলে তারা প্রতিনিয়ত শক্তি প্রদর্শন বা বিরোধীদলের বিরুদ্ধে সাজানো নির্বাচনে অংশ না নেয় যে ভুল হয়েছে তা অব্যাহতভাবে দাবি করে আসছেন। একই সঙ্গে সরকারি দলের নেতারা সফলতার সঙ্গে বিরোধীদলের আন্দোলন দানা বেঁধে উঠতে না দেয়ার কাজটি করতে প্রপাগান্ডাকে ব্যবহার করতে পারছেন। সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন যে এখন আর বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় এমন ভাব করছেন আওয়ামী লীগ নেতারা। তাই বাস্তবে এখনো সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতা অনুপস্থিত বা দৃশ্যমান হয়ে ওঠেনি। ফলে ক্ষমতা দখল ও এর বিরুদ্ধে যে কোনো আন্দোলন কর্মসূচি পুলিশী অভিযান, দমন, নিপীড়ন, গ্রেপ্তার চালিয়ে নস্যাত করে দেয়া এবং এভাবে বিরোধীদলকে নত রাখার জন্যে মিথ্যা মামলা, পুলিশী ঘেরাও দিয়ে দৌঁড়ের ওপর রাখায় বরাবরের মত পারদর্শীতা দেখাচ্ছেন তারা। কিন্তু জনগণের যা বুঝার তা বুঝা হয়ে গেছে এবং তারাও চরম বিরক্তিতে রয়েছেন। এখানেই শাসক দলের নেতাদের ভয় ও ভীতি কাজ করছে। এ ভীতি দূর করতে তারা দু:শাসন ও মাফিয়া মনোবৃত্তির আশ্রয় নিতে পারেন কি না এ নিয়ে উল্টো ভীতিতে রয়েছে সাধারণ মানুষ।

অন্যদিকে ঢাকার বাইরে বিরোধী দলগুলোর একের পর এক সমাবেশে জনগণের বিপুল উপস্থিতি, বেগম জিয়ার অব্যাহত সফর ক্ষমতাসীনদের আরেক ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার বাইরে সমাবেশগুলো যদি শেষ পর্যন্ত বেগম জিয়ার নেতৃত্বে একটি গণআন্দোলনের ভিত্তি বা জনস্রোতে রূপান্তরিত হয়ে ওঠে তা সত্যিই ক্ষমতাসীনদের জন্যে দু:সময় বয়ে আনবে। তবে আওয়ামী লীগের ক্ষমতাসীন অনেক নেতাই এসব বিষয়কে আদৌ কোনো গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয় না।

কেন গুরুত্ব দেবেন। পুলিশ ও অনুবর্তী বিচার বিভাগ তাদের হাতে। প্রকাশ্যে তারা রাষ্ট্রের এ দুটি ইনস্ট্রুমেন্ট বিরোধীদলের বিরুদ্ধে ব্যবহার করছেন। ফলাফল পাচ্ছেন চমৎকার। একদিকে পুলিশী শাসন ও অন্যদিকে বিচার বিভাগের অনুবর্তী সহায়তা। এ নিয়ে শাসক দলের ঠাঁট ও অহংকার প্রকাশ্য। এ নিয়ে কে কি মনে করলে তা চিন্তায় স্থান পায় না আওয়ামী লীগ নেতাদের। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে গেছে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন এক ধরনের ভূ-কৌশলগত অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। একদিকে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে আধিপত্যবাদী প্রতিবেশি ভারতের শর্তহীন সমর্থন এবং সরকারের মনোভাবে ও আওয়ামী লীগ নেতাদের উক্তির মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে বিপজ্জনক বলে চিন্তা করা। এ দুয়ের সংমিশ্রণ বিশ্বে কার্যত বাংলাদেশকে আরো ভয়ানক অজনপ্রিয় করে তুলছে। কারণ সরকার এখন স্বৈরাচারে পরিণত হয়েছে এমন অভিযোগ উঠছে। এখন যদি সীমান্তের ওপার থেকে কোনো জঙ্গি তৎপরতা মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তা আরো কঠিন অবস্থার সৃষ্টি হবে। এবং এধরনের আশঙ্কা ভারতের বর্ধমান বিস্ফোরণ ঘটনার পর থেকেই জোরালো হয়ে উঠছে। এধরনের তৎপরতা রুখে দিতে না পারলে এর সঙ্গে দেশের ভেতর ও বাইরের শক্তি যোগ হয়ে ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশ যদি জঙ্গিদের আরেক অভয়আশ্রমে পরিণত হয় তাহলে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে দায়ী করে সরকার পরিবর্তনের জন্যে প্রাতিষ্ঠানিক ঐক্যমত্য সৃষ্টি করার উদ্যোগ নিতে পারে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যখন এগুলো নিয়ে ভাববার ফুরসত পাবেন তখন তা হয়ত তাদের বিপর্যস্ত করে তোলার জন্যে যথেষ্ট। তাই যুক্তরাষ্ট্রকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যকে নিরীহ ভাবার কোনো কারণ নেই। কিন্তু এসব বিষয় যারা এ অঞ্চলে আঞ্চলিক নিয়ন্ত্রক বলে নিজেদের মনে করেন এমন সব দেশকে বাংলাদেশের বিরুদ্ধে একটি বিপরীত অবস্থানে দাঁড়াতে সহায়তা করবে। নিশা দেশাই বিসওয়াল, ড্যান মজীনা, বেগম জিয়াকে নিয়ে আপত্তিকর ও অপ্রয়োজনীয় মন্তব্য করার কোনো মানে হয় না। নিশা দেশাই যদি দু’আনার মন্ত্রী হয়ে থাকেন তাহলে ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে বাংলাদেশে যখন সুজাতা সিং এলেন এবং এরশাদকে নির্বাচনে যোগ দিতে যে উপদেশ খয়রাত দিয়ে গেলেন তাতে কি তার মূল্য চার আনায় নির্ধারিত হবে! নিশাকে দু’আনা কেউ বললে সুজাতা সিং’এর মূল্য কত এ নিয়েও অনাকাঙ্খিত বক্তব্য কখনোই বাংলাদেশের স্বার্থের অনুকূলে যাবে না, যেতে পারে না তা রাজনীতিবিদদের অবশ্যই উপলব্ধি করা প্রয়োজন। কাকতলীয়ভাবে হলেও দুজনেই ভারতীয়।

অথচ রাজনীতিতে শালীনতা দেখাতে কোনো পয়সা খরচের প্রয়োজন হয় না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনাকে কাজের মেয়ে মর্জিনার সঙ্গে তুলনা করার রাজনৈতিক মূল্য কতটুকু তা হয়ত জনগণের ভোট ছাড়া যারা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আছেন তারা উপলব্ধি করতে পারছেন না। নিশা দেশাই ঢাকায় আসার আগে নেপালে সার্ক সম্মেলনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক হয়েই যোগ দিয়েছিলেন।

আন্তর্জাতিক বিশ্বে ঢাকা কি বার্তা ছড়িয়ে দিচ্ছে ? গণতন্ত্রকে আরো শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর পরিবর্তে বাংলাদেশের শাসক দল এখন উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। সে উন্নয়ন যদি জনগণের জন্যে হয় তাহলে তাদের ভোট না নিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা কেন? আন্তর্জাতিক বিশ্ব ইতিমধ্যে এসব বিষয় বিবেচনা করতে শুরু করেছে। ভারতের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে আর্থসামাজিক সূচকে বাংলাদেশ যে এতদিন এগিয়ে আছে তা কি আন্তর্জাতিক বিশ্ব, দাতা দেশ বা গোষ্ঠীর সাহায্য সহায়তা ছাড়া সম্ভব ছিল? তাদেরকে বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব করে তুলতে পারলে বাংলাদেশের আশে পাশে কাদের লাভ!

বাংলাদেশের এহেন রাজনৈতিক পরিস্থিতিতের বিরোধীদলীয় নেত্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু সরকারের প্রতি অনুগত থেকে তাবৎ সুবিধা নিয়ে ফের কি করে সংসদে বিরুদ্ধাচারণ করে সঠিক দিক নির্দেশনা দেয়া সম্ভব। যে নতুন ধরনের বিরোধীদলের রূপরেখা রওশন এরশাদ দিয়েছিলেন তা থেকে আপাতত কোনো রৌশ্মি ঠিকরে বের হচ্ছে না। বাংলাদেশ যদি আন্তর্জাতিক বিশ্বের কাছে ক্রমাগতভাবে গনতন্ত্রের পথ হারা পথিক হিসেবে বিবেচিত হতে থাকে তাহলে সময় দিয়ে কিছুটা সঠিক পথে ফিরিয়ে আনার একটা চেষ্টা গণতন্ত্রের ধারক বাহক হয়ে ওঠা দেশগুলো করতে পারে কিন্তু এজন্যে সব দায় তাদের নয়। বাংলাদেশের জনগণ ঠিক করে নেবে উন্নয়নের জোয়ারে সে ভাসতে ভাসতে গণতন্ত্রের পথ সে দূরে ফেলে এক অজানা গন্তব্যে পাড়ি জমাবে কি না।

সরকার যতই উন্নয়নের ফিরিস্তি দিক, সবক দিক মানুষ যদি গণতন্ত্রকে দেখতে না পায় কিংবা এক চক্ষু হরিণ হয়ে ওঠে তাহলে তার চারপাশে শিকারীরা ভিড় করতে পারে এমন আশঙ্কা থেকে যায়। সার্ক সম্মেলন হোক, প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশ সফর হোক ঢাকার অংশীদারিত্ব আন্তর্জাতিক বিশ্বের কাছে গণতন্ত্রের অনুসারী হিসেবেই বিবেচিত হবে। উত্তর কোরিয়ার মত গুটিকয়েক দেশের উন্নয়ন ফেরিওয়ালা হিসেবে নয়। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা, পরিবেশ পরিবর্তন, বাজার অর্থনীতি, কৃষি ও আঞ্চলিক প্রশ্নে বাংলাদেশ যেভাবে এতদিন গ্লোবাল পার্টনার হয়ে দাঁড়িয়েছে সেই সুনাম ও স্বকীয়তা বিনষ্ট করে গণতন্ত্রের উল্টো পথে কেন হাঁটতে যাবে সে? বাংলাদেশ কানেক্টিভিটির জন্যে নিজের দুয়ার উম্মুক্ত করেও কেন গভীর সমুদ্র বন্দর নির্মাণ করার সুযোগ থেকে বঞ্চিত হবে? কিন্তু দেশে যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হতে থাকে, পুলিশের দাপট বাড়তেই থাকে, সংসদ কার্যকর হয়ে উঠতে না পারে, জবাবদিহীতা ও স্বচ্ছতার অভাবে সুশাসন সুদূর পরাহত হয়ে দাঁড়ায় তাহলে আর্থসামাজিক পরিস্থিতিতে একটা ভঙ্গুর অবস্থা বিরাজ করে এবং তা কখনো টেকসই হয়ে উঠতে পারে না।

রাজনীতিবিদদের মনে রাখতে হবে তাদের ধারাবাহিক প্রচেষ্টায় আন্তর্জাতিক বিশ্বে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান খুবই পরিস্কার ও গুরুত্বপূর্ণ। যদি কোনো দেশ ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব বাণিজ্য মেলা অনুষ্ঠানের আয়োজক দেশ হিসেবে ওই দেশটিকে সমর্থন না দিয়ে রাশিয়াকে ভোট দিতে বাংলদেশকে উদ্বুদ্ধ করে কিন্তু দেশটি নিজে রাশিয়াকে ভোট না দিয়ে সংযুক্ত আরব আমিরাতকে ভোট দেয় তাহলে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির স্রোত বন্ধ হয়ে যাবে এবং তা সংযুক্ত আরব আমিরাতে ওই দেশটি থেকেই শুরু হবে। আদতে তাই ঘটেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত বা অন্য যে কোনো দেশ যাতে হস্তক্ষেপ করতে না পারে সেজন্যে সরকার ও বিরোধীদলের ভূমিকা আরো স্পষ্ট হয়ে উঠতে হবে। এবং এতে মিডিয়া চাইলেই দারুণ এক ওয়াচ ডগ হিসেবে ভূমিকা নিতে পারে। না নিলে মিডিয়া এক দিন না একদিন জবাবদিহী করতে বাধ্য হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি