সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অপরাজিত থেকে চেলসির জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৪

sam_bg_577415454
স্পোর্টস ডেস্ক
আগেই শেষ ষোল নিশ্চিত করা ইংলিশ প্রিমিয়ারের দল চেলসি চ্যাম্পিয়ন্স লিগেও জয় পেয়েছে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে স্পোর্টিংকে হোসে মরিনহোর শিষ্যরা হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। আর এ মৌসুমে উড়তে থাকা চেলসি ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে মাঠে নামবে।

একই গ্রুপের রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে শালকে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শালকে উঠলেও সমান ম্যাচে এক পয়েন্ট কম থাকায় স্পোর্টিং শেষ ষোল’র টিকিট কাটতে ব্যর্থ হল।

ম্যাচের অষ্টম মিনিটেই দলকে গোল উপহার দেন চেলসির তারকা সেস ফ্যাব্রিগাস। পেনাল্টি থেকে পাওয়া এ গোলের সুবাদে স্বাগতিকরা ১-০তে এগিয়ে যায়। আরো ৮ মিনিট পরে দলের হয়ে লিড দ্বিগুন করেন আন্দ্রে শ্যুরেল। নেমানজা ম্যাটিকের অ্যাসিস্টে ১৬তম মিনিটে গোলটি করেন শ্যুরেল।

প্রথমার্ধে গোলের ব্যবধান কমাতে না পারলেও ম্যাচের ৫০তম মিনিটে গোল করে দলের ব্যবধান কমান ক্রিস্টিয়ান সিলভা। কিন্তু এর পরের মিনিটে আবারো আক্রমণ করে চেলসি। তবে, এ যাত্রায় স্বাগতিকদের রুখে দেয় লিসবনের ডিফেন্ডাররা। পাঁচ মিনিট পেরুতে না পেরুতেই গোল আদায় করে নেয় মরিনহোর ছাত্ররা।

ম্যাচের ৫৬তম মিনিটে গ্যারি চাহিলের অ্যাসিস্টে দলের তৃতীয় এবং শেষ গোলটি করেন জন অবি মাইকেল। ম্যাচের বাকি সময়টা আক্রমণ আর ছোট ছোট পাল্টা আক্রমণে এগিয়ে গেলেও আর কোনো দল গোলের দেখা পায়নি। ফলে, ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এ জয়ের ফলে ৬ ম্যাচ খেলে কোনো ম্যাচ না হেরে চেলসি ৪টি জয় আর দুইট ড্র নিয়ে অর্জন করেছে গ্রুপ সর্বোচ্চ ১৪ পয়েন্ট। ফলে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে খেলবে মরিনহোর শিষ্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি