সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রতিশোধের ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৪

berca_bg_752742825
স্পোর্টস ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা আর প্যারিস সেইন্ট জার্মেইন। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে পিএসজিকে আতিথ্য দেয় লুইস এনরিকের শিষ্যরা। লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেজের গোলে জয় পেয়েছে বার্সা। পিএসজির হয়ে গোল করেন ইব্রাহিমোভিচ।

বার্সেলোনার জন্য লড়াইটা ছিলো প্রতিশোধের। কারণ প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলে হেরে গিয়েছিল তারা। আগেই শেষ ষোলতে জায়গা করে নেওয়া দুই দল তাই চেয়েছিল গ্রুপ শীর্ষ থেকে পরের রাউন্ডে যাওয়ার। এ ম্যাচ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো বার্সা। আর দুই পয়েন্ট কম নিয়ে পিএসজি রানার্সআপ।

ম্যাচের শুরুর একাদশে বার্সার হয়ে মাঠে নামনে লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পেদ্রো, জেরার্ড পিকে, বাসকুয়েটসদের মতো তারকারা। আর গত লেগে জয় পাওয়া পিএসজির হয়ে মাঠে নামেন থিয়াগো সিলভা, ডেভিড লুইস, এডিনসন কাভানি, জ্লাতান ইব্রাহিমোভিচরা।

ম্যাচের ১৫তম মিনিটেই গোল করে এগিয়ে যায় পিএসজি। কাতালানদের ডিফেন্সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গোলবারের বাঁপাশ থেকে লুকাসের বাড়ানো বল মাতুইদি আটকে দিয়ে সতীর্থ ইব্রার সামনে দেন। আর তা থেকে ডান পায়ের জোড়ালো শটে বার্সার জালে বল জড়ান ইব্রাহিমোভিচ। ফলে, ১-০ গোলের লিড নেয় পিএসজি।

এর চার মিনিট পরেই সমতায় ফেরে বার্সা। সমতাসূচক গোলটি করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। ইনিয়েস্তার লম্বা পাসে পিএসজির ডি বক্সে বল পান উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। উড়ন্ত বলে পা লাগিয়ে সুয়ারেজ তা বাড়িয়ে দেন মেসিকে লক্ষ্য করে। ডানপায়ের শটে মেসি তা জড়িয়ে দেন পিএসজির জালে।

ম্যাচের ২৯তম মিনিটে আবারো গোলের সুযোগ পেয়েছিল পিএসজি। মাতুইদির ক্রস থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হয় লুকাস। তার নেওয়া শটটি গোলবারের পাশ ঘেষে চলে যায়। এর দুই মিনিট পরে কাভানির একটি জোড়ালো শট রুখে দেন বার্সার গোলরক্ষক ভ্যান টার স্টেগেন।

ম্যাচের ৩৯তম মিনিটে বার্সার তারকারা একটি সংঘবদ্ধ আক্রমণ চালায় পিএসজির শিবিরে। সেখান থেকে গোলে শট নেওয়ার সুযোগ আসে লিভারপুলের সাবেক তারকা সুয়ারেজের। কিন্তু তার শটটি সরাসরি গিয়ে পড়ে পিএসজির গোলরক্ষক সিরিগুর হাতে।

ম্যাচের শুরু থেকে ব্রাজিল তারকা নেইমারকে কিছুটা ধীর গতির দেখালেও ম্যাচের ৪২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। গোলবারের ২০ গজেরও দূর থেকে জাদুকরী ডান পায়ের এক বাঁকানো শটে গোলটি করেন নেইমার। ইনিয়েস্তার অ্যাসিস্টে বল পেয়ে পিএসজির ৫ জন ডিফেন্সকে একাই অবাক করে দিয়ে শটটি নেন নেইমার। বামদিকে ঝাপিয়ে তার রুখে দিতে ব্যর্থ হন সিরিগু।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিক হিসেবে খেলতে নামা বার্সা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২তম মিনিটে লুকাস, মাতুইদি আর কাভানির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় পরপর তিনবার বার্সার জালে শট নিয়েও গোল করতে পারেনি পিএসজি।

৭৩ মিনিটের মাথায় বার্সার হয়ে অধিনায়কত্ব করা ইনিয়েস্তা মাঠ থেকে উঠে যান। তার বদলি হিসেবে মাঠে আসেন জাভি। এর আগে পেদ্রোকে তুলে নিয়ে এনরিক মাঠে পাঠিয়েছিলেন ইভান রেকিটিককে। আর পিএসজির কোচ ভেরাত্তিকে তুলে মাঠে নামিয়েছিলেন আর্জেন্টাইন জাভিয়ের পাস্তুরকে। এছাড়াও মাতুইদিকে তুলে নিয়ে বদলি খেলোয়াড় হিসেবে আরেক আর্জেন্টাইন ইজিকুয়েল লাভেজ্জিকে পাঠান।

ম্যাচের ৭৭তম মিনিটে জাভি বল বাড়িয়ে দেন নেইমারকে। ব্রাজিল অধিনায়ক নেইমার গোলবারে শট নিলে তা ঝাঁপিয়ে পড়ে রুখে দেন পিএসজির গোলরক্ষক সিরিগু। তার কাছ থেকে বল বাধা পেয়ে সুয়ারেজের পায়ে আসে। আর উরুগুয়ের তারকা গোল করতে এবার কোনো ভুল করেননি। ফলে, ৩-১ এ এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ এর ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আর এ জয়ের ফলে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে খেলবে বার্সা। আর রানার্সআপ হয়ে পরের রাউন্ডে খেলতে হবে পিএসজিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি