সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাউলের আরেকটি রেকর্ড ছুঁলেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৪

messi7-e1418277980896

স্পোর্টস ডেস্ক

আরেকটি ম্যাচ, লিওনেল মেসির নতুন আরেকটি রেকর্ড।

বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে ইউরোপিয়ান ফুটবলের নতুন আরেকটি উচ্চতায় উঠলেন ফুটবলের ক্ষুদে যাদুকর। এদিন ফ্রান্স সেরা দল প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে গোল করার মাধ্যমে সব ধরনের ইউরোপিয়ান ফুটবলে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেসের সর্বোচ্চ ৭৬ গোলের নজির স্পর্শ করেন এমএলটেন।

মেসি তার ৭৬টি গোলের মধ্যে ৭৫টি চ্যাম্পিয়নস লিগের আসরে তুলে নিয়েছেন। আর বাকি থাকা অন্য গোলটি এসেছে ২০০১ সালের ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল থেকে। বার্সা প্রণভোমরা তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে মাত্র এক গোলে এগিয়ে রয়েছেন তালিকায়। কারণ ৭৫ গোল নিয়ে এর পরের স্থানেই রয়েছে সিআরসেভেন। ৭০ গোল নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ফিলিপ্পো ইনজাগি।

প্রসঙ্গত, মেসি গেল মাসে চ্যাম্পিয়নস লিগে রাউলের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভাঙেন। ৭৫ গোল নিয়ে এখন ইউরোপ সেরা প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা ২৭ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় ছয় সর্বোচ্চ গোলদাতা:

৭৬ গোলঃ লিওনেল মেসি ও রাউল

৭৫ গোলঃ ক্রিশ্চিয়ানো রোনালদো

৭০ গোলঃ ফিলিপ্পো ইনজাগি

৬৯ গোলঃ গার্ড মুলার

৬৭ গোলঃ আন্দ্রে শেভচেঙ্কো

৬২ গোলঃ রুড ভন নিলস্টরয়



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি