সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রিয়ালের কুড়িতে রোনালদোর দুই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৪

herol_sm_554869152
স্পোর্টস ডেস্ক
লা লিগার ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্তাদিয়ো দে লসে আলমেরিয়ার ঘরের মাঠে আতিথ্য গ্রহণ করে রিয়াল। এ ম্যাচে বেশ সহজে বড় ব্যবধানের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল।

সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে একটানা ২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়তে রিয়াল কোচ ম্যাচের শুরুতে মাঠে নামান ইকার ক্যাসিয়াস, করিম বেনজেমা, গ্যারেথ বেল, ইসকো, টনি ক্রুস, মার্সেলো আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের। ৪-৩-৩ ফরমেটে খেলে রিয়ালের হয়ে জোড়া গোল করেন রোনালদো। বাকি দুটি গোল করেন ইসকো এবং বেল। আর আলমেরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ভেরজা।

ম্যাচের প্রথম ৩০ মিনিট কোনো দল গোলের দেখা পায়নি। তবে, ১৩ মিনিটের মাথায় ক্রুসের একটি জোড়ালো শট আলমেরিয়ার গোলবারের উপর দিয়ে চলে যায়। ম্যাচের ৩৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। দলকে গোল করে লিড পাইয়ে দেন ইসকো।এর পাঁচ মিনিট পর সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৩৯তম মিনিটে আলমেরিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন ভেরজা।

তবে, সমতায় বেশিক্ষন থাকতে পারেনি স্বাগতিকরা। তিন মিনিট পরেই ম্যাচের ৪২তম মিনিটে ক্রুসের ক্রস থেকে ওয়েলস তারকা বেল গোল করে দ্বিতীয়বারের মতো রিয়ালকে লিড পাইয়ে দেন। গোলবারের দশ গজ দূর থেকে বেলের হেড পরাস্ত করে আলমেরিয়ার গোলরক্ষক রুবেনকে।

বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটের মাথায় রিয়ালের হয়ে আরেকটি গোলের সুযোগ নষ্ট করেন ইসকো। আর ৬২তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হয় আলমেরিয়া। ভেরজার পেনাল্টি শট রুখে দেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

ম্যাচের ৭৬তম মিনিটে হলুদ কার্ড দেখা পর্তুগিজ তারকা রোনালদো খেলার ৮১তম মিনিটে প্রথম গোল করেন। ফ্রেঞ্চ তারকা বেনজেমার অ্যাসিস্টে দলের তৃতীয় গোলটি করেন রোনালদো। ম্যাচের ৮৮তম মিনিটে আবারো গোল করেন ইউরোপ সেরা ফুটবলার রোনালদো। এবারে তিনি গোল করতে সহায়তা পান দানিয়েল কারভাজালের। ফলে, ৪-১ এ এগিয়ে যায় রিয়াল।

ম্যাচের ৯০ ও ৯১ (দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়) মিনিটের মাথায় আরো দুটি গোলের সুযোগ হাতছাড়া হয় রিয়াল মাদ্রিদের। ম্যাচ শেষে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ের ফলে ১৫ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে রিয়াল। ১৩টি জয় আর ২টি পরাজয় নিয়ে রিয়ালের সংগ্রহ সর্বোচ্চ ৩৯ পয়েন্ট। এক ম্যাচ কম থেলে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আরেক স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। আরো দুই পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি