সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসি, রোনালদোকে যৌথভাবে ব্যালন ডি’অর দেওয়া উচিৎ


মেসি, রোনালদোকে যৌথভাবে ব্যালন ডি’অর দেওয়া উচিৎ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৪

Balon_di_or_565383128
স্পোর্টস ডেস্ক
বার্সালোনার আজেন্টাইন তারকা লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রেনালদো দুজনই বর্তমান বিশ্বের সেরা ফুটবলার। দুজনই এবারের ফিফা ব্যালন ডি’অর পুরষ্কার জেতার যোগ্য দাবিদার। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি ফুটবলার ডেনিস ল জানিয়েছেন, এই দুজনকেই যৌথভাবে ব্যালন ডি’অর পুরষ্কার দেওয়া উচিৎ।

সাবেক ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস আরো জানান, মেসি, রোনালদো ছাড়াও এবারের ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে আছেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার। তবে আমি মনে করি, ন্যুয়ারের চেয়ে মেসি-রোনালদোই এগিয়ে।

ডেনিস ফিফার অফিসিয়াল সাইটে বলেন, ‘মেসি, রোনালদো দুজনই বিশ্বের সেরা ফুটবলার। আমরা এই দুজনের মতো ফুটবলার এর আগে কখনো দেখিনি। আমি মনে করি না মানুষ এ দুজনকে ভোট দিয়ে আলাদা করার চেষ্টা করবে। কারণ, দুজনই বিশ্বফুটবলে রাজত্ব করছে।’

এ স্কটিশ জানান, আমি এবারের ব্যালন ডি’অর পুরষ্কারটি এককভাবে কাউকে দেওয়ার পক্ষপাতি নই। আমি চাই প্রথমবারের মতো এই ট্রফিটা যৌথভাবে মেসি-রোনালদোর হাতে উঠুক। এককভাবে কাউকে দেওয়াটা ঠিক হবে না। কারণ, দুজনই এর যোগ্য দাবিদার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি